উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের তরফে কোচবিহারের এম জে এন স্টেডিয়ামে ফ্লাডলাইট বসানোর কাজ চলছে

কোচবিহার, দেবস্মিতা ঘোষ: দীর্ঘদিন বন্ধ থাকার পর ফের কোচবিহার এমজেএন স্টেডিয়ামে ফ্লাডলাইট বসানোর বাকি অংশের কাজ শুরু হয়েছে। জানা গিয়েছে, ২০১৯ সালের শেষের দিকে কোচবিহারের এমজেএন স্টেডিয়ামে ফ্লাডলাইট বসানোর কাজ শুরু হয়। তিনমাসের মধ্যেই কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছিল।

উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের তরফে খেলাধুলোর স্বার্থে নেওয়া প্রকল্পে গত বছরের শুরুতে কাজটি সম্পন্ন হওয়ার কথা থাকলেও করোনা পরিস্থিতির জেরে তা হয়নি। স্টেডিযামে চারটির মধ্যে তিনটি ফ্লাড লাইটের কাজ প্রায় শেষ। বাকিও শীঘ্রই সম্পন্ন হবে বলে দপ্তর সূত্রে জানা গিয়েছে।

কোচবিহার জেলা ক্রীড়া সংস্থার অন্যতম কর্মকর্তা সুব্রত দত্ত জানান, এই প্রকল্পের কাজ সম্পন্ন হলে রাতের খেলাধুলোর অনেক সুবিধা হবে।এতোদিন খেলাগুলির ক্ষেত্রে মাঠে আলোর ব্যবস্থা করতে হত আয়োজকদের।এখন ফ্লাডলাইট বসানো হয়ে গেলে নৈশ খেলাগুলির চাহিদাও আগের তুলনায় বাড়বে বলে মনে করা হচ্ছে।

শেয়ার করতে:

You cannot copy content of this page