এই শহর
অমিত ঘোষ
এই শহরেই আমার তোমার প্রথম দেখা, এই শহরেই
একে অপরের হাত ছেড়ে যাওয়া
এই শহরে আমাদের মিলনের কবিতা লেখা হয়েছে আবার
এই শহরেই আমাদের বিচ্ছেদ এর উপন্যাস
হ্যাঁ, এটাই আমার শহর, তোমার শহর
আমাদের ভালোবাসার মহাকাব্যের শহর…
এখানে প্রতিদিন কতশত মন ভাঙে, মন গড়ে।
প্রতিদিন কতো গোলাপ ভালোবাসার হাতে পৌঁছায়
আবার কতো গোলাপ, রক্তাক্ত হয়ে রাস্তায় পড়ে…
কে ই বা হিসেব রাখে তার….
খোঁজই বা কে নেয় ..
কেউ না
একজনও না
তাই তো বলি, দোষারোপ নয়,
বরং শেষবেলায় একবার আলিঙ্গন করো প্রিয়তমা
গোলাপের পাপড়ি কে গাছে রেখে,
আমার জন্য রবি ঠাকুরের গীতবিতান নিয়ে এসো
জানি, প্রিয়তমা জানি
আমি নই, যেই শহরে তোমার মতো প্রেমিকা জন্মায়, সেই শহর বড্ড ভাগ্যবান