একটা বাছুরের দাম তিন কোটি টাকা
নাম ‘পস স্পাইস’। বয়স ১৪ মাস। যার দাম কতই বা হতে পারে! ওই হাজার হবে হয়তো। কিন্তু না, সেটা নয়। এই বাছুরই বিক্রি হয়েছে রেকর্ড দামে।
সম্প্রতি এক প্রতিবেদনে জানা গেছে ইংল্যান্ডে ১৪ মাস বয়সের এই ছোট বাছুরটি নিলামে বিক্রি হয়েছে ৩৬ লাখ ডলারে। যা ভারতীয় মুদ্রায় ৩ কোটির কাছাকাছি। ম্যাঞ্চেচেস্টার ও কামব্রিয়ার কয়েকজন পশুপ্রেমী একসঙ্গে এই বাছুরটি কেনে।
ব্রিটিশ লিমোসিন ক্যাটাল সোসাইটি তাঁদের জার্নালে লিখেছেন বর্তমানে এই গরুটি যুক্তরাজ্য এবং ইউরোপে সবচেয়ে দামি প্রাণী হয়ে উঠেছে।
ভিক্টোরিয়া বেকহ্যামের একজন ভক্ত গরুটির মালিক। তাই তিনিই গরুটির নাম রাখেন ‘পস স্পাইস’। কারণ গায়িকা ভিক্টোরিয়া বেকহ্যাম প্রথমে ‘স্পাইস গার্লস’এর সঙ্গে যুক্ত ছিলেন। তাই তিনি বাছুরটির নাম রাখেন ‘পস স্পাইস’।
বাছুরটির মায়ের নাম ছিল ‘জিঞ্জার স্পাইস’। খামারের মালিক ক্রিস্টাইন উইলিয়ামস ১৯৮৯ সালে তাঁর খামারটি তৈরি করেন। এত দাম দিয়ে বিক্রি হওয়ার কারণ সম্পর্কে ক্রিস্টাইন বলেন, ‘আমরা বিশ্বাস করি গরুটি তার মায়ের কারণেই এত ভালো দামে বিক্রি হয়েছে।’