এক আদিবাসী মহিলাকে খুনের ঘটনায় অভিযুক্ত প্রতিবেশী যুবকের বাড়িতে ভাঙচুর ও আগুন লাগালো স্থানীয়রা,চাঞ্চল্য এলাকায়
জলপাইগুড়ি,দেবস্মিতা ঘোষ:
আজ আদিবাসী এক মহিলাকে খুনের ঘটনায় অভিযুক্ত প্রতিবেশী যুবকের বাড়িতে ভাঙচুর ও আগুন লাগালো স্থানীয়রা। মৃত মহিলার নাম ককিলা মাল পাহাড়ি (৩০)। অভিযুক্ত প্রতিবেশী যুবকের নাম বীরবল মাল পাহাড়ি।ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি সদর ব্লকের দক্ষিণ বেরুবাড়ি গ্রাম পঞ্চায়েতের অধীন ধরধরাপাড়া এলাকায়। ঘটনা প্রসঙ্গে জানা গিয়েছে, গত সোমবার গভীর রাতে অনুষ্ঠানবাড়ি থেকে ফিরে ওই মহিলাটি গোয়াল ঘরের খোলা দরজা বন্ধ করতে গেলেই আগে থেকে উপস্থিত প্রতিবেশী যুবকটি ধারালো অস্ত্র দিয়ে পেটে আঘাত করে। স্থানীয়দের সহযোগিতায় জলপাইগুড়ি সুপার স্পেশ্যালিটি হাসপাতাল ও পরে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে আজ সকালে তাঁর মৃত্যু হয়।পরিস্থিতি সামাল দিতে বিশাল পুলিশ বাহিনী এলাকায় নিয়োগ করা হয়েছে।