এবার থেকে রবিবারও চলবে মেট্রো, জেনে নিন কখন

তৃতীয়পক্ষ ওয়েব- এতদিন সোম থেকে শনিবার অবদি চালানো হতো মেট্রো। এবার রবিবারও শুরু হচ্ছে মেট্রো রেল পরিষেবা। রক্ষণাবেক্ষণের জন্য মেইনটেনেন্স স্পেশ্যালই চালানো হবে শুধু।

এদিন মেট্রোর তরফ থেকে জানানো হয়েছে, আগামী ২৯ আগস্ট রবিবার থেকে এই পরিষেবা চালু হচ্ছে৷ রবিবার সকাল ১০টা থেকে মিলবে মেট্রো৷ আপ এবং ডাউন মিলিয়ে মোট ১১২টি ট্রেন চালানো হবে৷ সকাল এবং সন্ধ্যায় দশ মিনিট অন্তর মিলবে মেট্রো৷ কবি সুভাষ এবং দমদম থেকে শেষ মেট্রো ছাড়বে রাত ৯টায়৷ দক্ষিণেশ্বর থেকে শেষ মেট্রো ছাড়বে রাত ৮.৪৮ মিনিটে৷

এছাড়া ২১ অগাস্ট থেকে প্রত্যেক শনিবার থেকে আপ এবং ডাউনে মোট ১৭২টি ট্রেন চালাবে মেট্রো কর্তৃপক্ষ৷ শনিবার সকালে এবং রাতে ব্যস্ত সময়ে থাকবে ৮ মিনিট অন্তর ট্রেন৷

এদিন রাজ্য সরকারের অনুমতি পেয়ে পরিষেবা শুরু হওয়ার পর থেকেই ধাপে ধাপে ট্রেনের সংখ্যা বৃদ্ধি করেছে মেট্রো রেল কর্তৃপক্ষ৷ এ রাজ্যে নাইট কারফিউয়ের সময় রাত ১১ টা থেকে শুরু করার ঘোষণা হওয়ার পর থেকে মেট্রোর পরিষেবাও এক ঘণ্টা করে বাড়ানো হয়েছে৷  কবি সুভাষ এবং দমদম থেকে শেষ মেট্রো ছাড়ছে রাত ৯টায়৷

 

শেয়ার করতে:

You cannot copy content of this page