ঔরশীষ ঘোষ-এর কবিতা

 মায়া

কুয়াশা কাটার পরে আলো ঝলঝলে দিন
চোখে লেগে থাকা স্বপ্নের পিঁচুটি, গরম চায়ের ভাঁড়
হাতে ধরে, দেখে চলা ব্যস্ততার উল্টোদিক
শূন্য রাস্তা আর কয়েকটি গাছের সংসার

কেউ যেন দেহ থেকে ছিঁড়ে নিয়ে এসে
আমাকে বসিয়ে রেখে যায় এমন দৃশ্যের কাছে
মূক,বাক্যহারা এক পাখি অপলক চেয়ে আছে যেন
ছন্দহীন কবিতার মত

একা

ডাক

জোনাকির মালা পরে তুমি এসেছিলে
বহুদূর সমুদ্রের শব্দ, নিরুদ্দেশ নাবিকের গান
এসব পুরোনো চিত্র নিয়ে আমার শহুরে রাতে

শোনো,
এখানে সময় বড় কম, মুঠোয় বালির মত
কাটে দিন। গুপ্তঘাতকের মত
কাছে আসে আর সরে যায় উড়নি ছায়ার দল
এখানে বিষাদ নেই, তবে তার শূন্যতা রয়েছে

এখন এসো না, ঘুম ভেঙে যাবে
এখানে ঘুমের শেষে কোথাও যাওয়ার নেই

ধর্ম

বারংবার ছুঁতে চেয়েও ফিরিয়ে নেওয়া হাত
আমাকে আঘাত করো

দূরে মন্দিরের ঘন্টাধ্বনি, দূরে আজানের সুর
মিশে যায় তোমার গভীরে-
এখানে বিকেল যেন মৃত পলাশের মত
ফ্যাকাশে রক্তিম

এই শুভলগ্নে
পুরোনো ধর্মের মত আমাকে আশ্রয় দাও
পাথর বেদীর মত বুকে যেন ঘর খুঁজে পাই

তারপর,
শানিত খড়্গের মত নেমে এসো শিয়রে আমার

শেয়ার করতে:

You cannot copy content of this page