করোনার টিকা নেওয়ার ৩০ ঘণ্টা পর বোলপুরে মৃত্যু এক ভোটকর্মীর
করোনা টিকা নেওয়ার ৩০ ঘণ্টা পর মৃত্যু হল এক ভোটকর্মীর। ওই ভোটকর্মীর পরিবারের লোকের অভিযোগ, টিকা নেওয়ার জেরেই মৃত্যু হয়েছে তাঁর। মৃত ব্যক্তির নাম তারক চক্রবর্তী। ৫৩ বছর বয়সী তারক বোলপুর থানার অন্তর্গত রজতপুর গ্রামের বাসিন্দা। তিনি একটি স্কুলে অশিক্ষক কর্মী হিসাবে কাজ করতেন। বৃহস্পতিবার কোভিডের টিকা নিয়েছিলেন তিনি। টিকা নেওয়ার কয়েক ঘণ্টা পরই তিনি অসুস্থ হয়ে পড়েন বলে পরিবারের লোকের অভিযোগ। তখন তাঁকে নিয়ে যাওয়া হয় বোলপুর মহকুমা হাসপাতালে। সেখানে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এর পরই বিষয়টি নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়। জানা গিয়েছে, অনেক দিন ধরেই তারকের হৃদযন্ত্রের সমস্যা ছিল। তারকের পরিবারের দাবি, করোনা টিকা নেওয়ার জেরেই মৃত্যু হয়েছে তাঁর। যদিও ঠিক কী কারণে মৃত্যু, তা এখনও জানা যায়নি। ঘটনা নিয়ে পুলিশে অভিযোগ দায়ের হয়েছে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। দেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। রিপোর্ট এলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানিয়েছেন বোলপুর থানার পুলিশ।
বীরভূম প্রতিনিধি