করোনার দাপট অব্যাহত, দমানো যাচ্ছে না বাড়তে থাকা সংখ্যা

করোনা বাড়ছে দ্রুত। আর এই সংখ্যাটা কমছে না কিছুতেই। খুব দ্রুত ভ্যাকসিন নেওয়ার পরামর্শ দিল স্বাস্থ্য মন্ত্রক। গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্তের সংখ্যা ৪৭,২৬২ জন। যেখানে গতকাল এই সংখ্যাটা ছিল ৪০,৭১৬ জন। মৃত্যু হয়েছে ২৭৬ জনের।

স্বাস্থ্যমন্ত্রকের দাবী সঙ্ক্রমণ বৃদ্ধির পেছনে দায়ী করোনার নতুন প্রজাতি। আর জনসাধারণের কোভিড বিধি না মেনে চলা। এর মধ্যেই দক্ষিণ আফ্রিকা, ব্রিটেন এবং ব্রাজিল সহ বিভিন্ন জায়গায় পাওয়া নতুন স্ট্রেন ভারতেও পাওয়া গিয়েছে গত পাঁচদিনে নতুন স্ট্রেনের সংখ্যা বেড়েছে এক লাফে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকের পর জানিয়েছিলেন রাজ্যে নতুন স্ট্রেনের সংখ্যা কত তা নিয়ে বিশেষভাবে সচেতন থাকতে বলেছেন স্বাস্থ্যদফতরকে। এর মধ্যেই ভারতের ১৮টি রাজ্যে নতুন স্ট্রেনের দেখা মিলেছে। এদিকে সামনেই হোলি। কেন্দ্র এবং রাজ্যের তরফ থেকে জানানো হয়েছে, এখুনি যেন গ্যাদারিং না হয় বেশি। এ বিষয়ে স্বাস্থ্য দফতরও নিষেধাজ্ঞা জারি করেছে।

শেয়ার করতে:

You cannot copy content of this page