করোনার দ্বিতীয় ঢেউ কেড়ে নিয়ে গেল কবি শঙ্খ ঘোষকে, স্তব্ধ হলো কবিতা

প্রয়াত হলেন শঙ্খ ঘোষ। করোনার দ্বিতীয় ঢেউ কেড়ে নিল বাংলা কবিতা জগতের আর এক মহারথীকে। শক্তি চট্টোপাধ্যায়, সুনীল গঙ্গোপাধ্যায়, উৎপল চক্রবর্তী, বিনয় মজুমদার, জীবনানন্দ দাশ আগেই চলে গিয়েছিলেন। এবার সেই পথে পাড়ি জমালেন শঙ্খ ঘোষও। বয়স হয়েছিল ৮৯ বছর।

গত ১৪ এপ্রিল জ্বর নিয়ে ভর্তি হয়েছিলেন হাসপাতালে। এমনিতে কবি ভুগছিলেন বার্ধক্যজনিত সমস্যায়। তার মধ্যে কোভিডে আক্রান্ত হয়েছিলেন। কোভিড সংক্রমণ যাতে না হয়, তাই বাড়িতেই ছিলেন।

কোভিডের জন্যে হাসপাতালেও যেতে চাননি। কিন্তু মঙ্গলবার আচমকা অবস্থার অবনতি হতে থাকে। আজ সকালে তাঁকে ভেন্টিলেশনে দেওয়া হয়। সেখানে চিকিৎসকদের সমস্ত প্রচেষ্টাকে বিফল করে চলে গেলেন তিনি।

শেয়ার করতে:

You cannot copy content of this page