করোনা টিকা চুরি করে ফেরত দিয়ে গেল চোর, ‘দুঃখিত, জানতাম না!’

ব্যাগভরতি করোনা টিকা ফেরত দিয়ে চোর লিখে রাখল চিরকুট, ‘দুঃখিত, জানতাম না!’ ঘটনাটি ঘটেছে হরিয়ানার জিন্দে-তে। সেখানকার হাসপাতালের স্টোররুম থেকে এই ব্যাগটি চুরি হয়েছিল কিছুদিন আগে। সেই ব্যাগের মধ্যে ছিল কোভ্যাক্সিন এবং কোভিশিল্ডের ১,৭০০ ডোজ।

হাসপাতালের কাছেই এক চায়ের দোকানে’র সামনে সেই চোর দিয়ে গেল ব্যাগভর্তি কোভ্যাক্সিন। পুলিশের বক্তব্য, অজানা সেই ব্যক্তি ব্যাগটি দিয়ে বলে যে সে শুধুমাত্র একজন ফুড ডেলিভারি মানুষ, এরপরই সে পালিয়ে যায়। পুলিশের আরও দাবী, কোভ্যাক্সিন ভরতি ব্যাগ দেখেই সে চিরকুট লেখে আর ব্যাগ রেখে যায়।

আগামী মে’র প্রথম সপ্তাহ থেকে ১৮ বছরের ঊর্ধ্বদের কোভ্যাক্সিন চালু হচ্ছে হরিয়ানায়। ২৮ এপ্রিল-এই যার শেষ নথিভুক্ত করণ। স্বাস্থ্য দপ্তরের কথায়, এই কিছু সপ্তাহেই করোনার দ্বিতীয় ঢেউ মারাত্মক হয়ে উঠেছে। সোশ্যাল মিডিয়া জুড়ে এখন শুধুই করোনা’র তথ্য ছাড়া কিছুই মিলছে না। অন্যদিকে অক্সিজেন সরবরাহ কম গোটা দেশে। কোথাও কোথাও লকডাউন পক্রিয়া চলছে।

 

 

শেয়ার করতে:

You cannot copy content of this page