কোচবিহার রাজবাড়ীর মাঠে আবর্জনা ছিটিয়ে স্বচ্ছ অভিযান কর্মসূচীর ভিডিও ভাইরাল সাংসদ নিশীথ প্রামাণিকের
কোচবিহার,দেবস্মিতা ঘোষ: সাংসদ নিশীথ প্রামাণিকের কোচবিহার রাজবাড়ীর মাঠে আবর্জনা ছিটিয়ে স্বচ্ছ অভিযান কর্মসূচীর ভিডিও ভাইরাল হওয়ার ঘটনায় জেলার রাজনীতিতে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। যদিও ‘তৃতীয় পক্ষ’ সংবাদমাধ্যমটি ওই ভিডিও’র সত্যতা যাচাই করেনি।
সম্প্রতি কোচবিহার রাজবাড়ী মাঠে কেন্দ্রীয় সরকারের সংস্কৃতি ও পর্যটন দফতর রাষ্ট্রীয় সাংস্কৃতিক মহোৎসবের আয়োজন করে। ওই মহোৎসব শুরু হওয়ার আগে গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন এতে রাজবাড়ীর গরিমা বিঘ্নিত হবে দাবী করে অনুষ্ঠানটি অন্যত্র সরিয়ে নেওয়ার দাবী জানিয়েছিল। কিন্তু শেষে রাজবাড়ী প্রাঙ্গনেই তিনদিন ধরে ১৫-১৭ ই ফেব্রুয়ারি ওই উৎসব হয় এবং বহু মানুষের সমাগম ঘটে। অনুষ্ঠানের পরে রাজবাড়ী চত্বরে আবর্জনার স্তূপ, বাগান সৌন্দর্য বিঘ্নিত হওয়া ও অনেক প্রাচীন রেলিং ভেঙে দেওয়ার অভিযোগ তুলে বাগান রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের অনেক নেতা সরব হন। তখন বিজেপির কোচবিহারের সাংসদ নিশীথ প্রামাণিক সেখানে গিয়ে মাঠ পরিষ্কার করেন। ওই সময় সাংসদকে নিয়ে বিভিন্ন মহলে প্রশংসাও করা হয়েছিল।
ভাইরাল হওয়া উল্লেখ্য ভিডিওতে দেখা যাচ্ছে, প্রথমে মাঠে সাদা কাগজ বা প্লাস্টিক জাতিয় কিছু ছড়িয়ে দেওয়া হচ্ছে। তারপর লম্বা ঝাড়ু নিয়ে সাংসদ নিশীথ প্রামাণিকের মতই কাউকে ঝাড়ু দিতে দেখা যাচ্ছে। এই ভিডিওটি সত্য না ভুল তা নিয়ে ভোটের আগে জনসাধারণের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।