গান সেলুটে বিদায় জানানো হলো প্রয়াত এ এস আই’কে
রেল দফতরে আগুন কাণ্ডে প্রয়াত এ এস আই অমিত ভাওয়ালকে গান সেলুটে শেষ শ্রদ্ধা জানাল কলকাতা পুলিশ। এদিন মঙ্গলবার দুপুরে লালবাজারে সমস্ত আধিকারিকদের উপস্থিতিতে শেষ শ্রদ্ধা জানানো হয়। দায়িত্ব পালন করতে গিয়ে সহকর্মীর মৃত্যুর ঘটনায় শোকবিহ্বল হেয়ার স্ট্রিট থানার সকলেই।
প্রসঙ্গত সোমবার পূর্ব রেলের সদর দফতর কয়লাঘাটায় আগুন লাগলে পাশেই অবস্থিত হেয়ার স্ট্রিট থানার এ এস আই অমিত ভাওয়েল সেখানে পৌঁছন। ভয়াবহ আগুন আটকাতে দমকল কর্মীরা যথাসাধ্য চেষ্টা করে যান। লিফটে করে অগ্নিস্থলে পৌঁছনোর পর সেখান থেকে গরম বাতাস বেরোতে থাকে। সেই গরম বাতাসেই মৃত্যু হয় তাঁর। আগুন সম্পূর্ণ রূপে নেভানোর পর, তাঁর দেহ উদ্ধার করা হয় ঘটনাস্থল থেকে।
রাতের বেলাতেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছিল এসএসকেএম হাসপাতালে। মঙ্গলবার দুপুর ২টো নাগাদ সেখান থেকে দেহ নিয়ে যাওয়া হয় লালবাজারে। সেখানে সহকর্মীকে গান স্যালুটে শেষ বিদায় জানান কলকাতা পুলিশের আধিকারিকরা। গান স্যালুট শেষে অমিত ভাওয়ালের দেহ তুলে দেওয়া হয় পরিবারের হাতে।
গতকাল সন্ধ্যায় পূর্ব রেলের দফতরে অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছে ৯ জনের। তার মধ্যে ৪ জন ছিলেন দমকলকর্মী। ১ জন আরপিএফ জওয়ান ও ১ জন পুলিশকর্মী। মৃতদের ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ও পরিবারের ১ জনকে চাকরি দেওয়ার কথা ঘোষণা করেছে রাজ্য সরকার।