ঘূর্ণিঝড়ের সম্ভাবনা দেখা দিতে পারে

পিনাকী চৌধুরী- গতবছর লক ডাউন চলাকালীন সময়ে বিধ্বংসী ঘূর্ণিঝড় আমফানের তান্ডবে কার্যত লন্ডভন্ড হয়ে গিয়েছিল পশ্চিমবঙ্গ। আর তাৎপর্যপূর্ণ ভাবে আগামী ২৩ মে পূর্ব মধ্য বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ অক্ষরেখা সৃষ্টি হতে পারে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, যদিও এখনই ঘূর্ণিঝড়ের কোনো সতর্কতা জারি করা হচ্ছে না। কিন্তু আগামী ২৩ মে সৃষ্ট নিম্নচাপ অক্ষরেখা দেখেই পরবর্তী সতর্কতা জারি করা হবে। সূত্র মারফত জানা গেছে যদি কোনও ঘূর্ণিঝড় পশ্চিমবঙ্গে ধেয়ে আসে ওই সময়ে , তাহলে তার নাম হবে ‘ যশ ‘ এবং এই নামকরণ করেছে ওমান । প্রসঙ্গত উল্লেখ্য যে, রাতারাতি ঘূর্ণিঝড় তৈরি হয় না। প্রথমে নিম্নচাপ অক্ষরেখা সৃষ্টি হয়, তারপরে নিম্নচাপ, পরবর্তী সময়ে গভীর নিম্নচাপ এবং তারপর অতি গভীর নিম্নচাপ এবং তারপর ঘূর্ণিঝড়ের সম্ভাবনা সৃষ্টি হয় । গতবছরে আমফান ঘূর্ণিঝড়ের দুঃসহ স্মৃতি এখনও টাটকা পশ্চিমবঙ্গবাসীর মনে ! আর আগামী ঘূর্ণিঝড়ের অভিমূখ থাকবে সুন্দরবন এলাকায় এবং তারপরে বাংলাদেশ। তবে এখন সবটাই সম্ভাবনার স্তরে রয়েছে ! আগামী ২৩ মে সম্পূর্ণ ছবিটা পরিষ্কার হবে।

শেয়ার করতে:

You cannot copy content of this page