ঘোস্ট ফরেস্টের কথা শুনেছেন কখনো!

তৃতীয়পক্ষ ওয়েব ডেস্ক- ফরেস্ট মানেই আমরা বুঝি সবুজে ঘেরা গাছ আর গাছ। যেখানে চোখ যায় শুধু ডাল পালা, পাতায় ভরা চোখ জুড়ানো সবুজ। কিন্তু জানেন কি আমেরিকাতে রয়েছে এমন এক আশ্চর্য বন। যেখানে গাছের কোনো শাখা প্রশাখা বা পাতা নেই। পুরো ফরেস্টই শুকনো এবং ধূসর বর্ণের।

প্রাণহীন এই গাছগুলো নিয়েই বনটি ছড়িয়ে রয়েছে ২১ হাজার একরেরও বেশি এলাকাজুড়ে। আর তাই ভূতুড়ে ফরেস্টটি বিশ্বের পরিবেশবিদদের কাছে এক উদ্বেগের বিষয়।

সম্প্রতি উত্তর ক্যারোলিনার ডিউক বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান এবং ভূত বন সম্পর্কিত গবেষণার প্রধান গবেষক অ্যামিলি উরি বলেছেন, সমুদ্রের জল স্তর বৃদ্ধি পাওয়ায় এই ফরেস্টটি  দ্রুত প্রসারিত হচ্ছে। অলিগেটর নদীর তীরে বন্যজীবনের গাছে প্রচুর পরিমাণে সমুদ্রের লবণ ঢুকে যাচ্ছে। যার ফলে মাটির ভেতরে উপস্থিত বীজ এবং শিকড় অতিরিক্ত লবণ পেয়ে গাছ শুকিয়ে প্রাণহীন হয়ে উঠছে।

২১ হাজার একর জঙ্গল এখন ‘ঘোস্ট ফরেস্টে’ পরিণত হয়েছে। ২০১১ সালে  ‘হারিকেন আইরিন’ এখানে  বিপর্যয় ঘটিয়েছিল। তারপর থেকেই সমুদ্রের জল ও লবণের কারণে ক্রমশ প্রাণহীন হয়ে যাচ্ছে বনটি।

পরিবেশবিদরা জানাচ্ছেন জলবায়ু পরিবর্তনের কারণেই এটি হচ্ছে।

 

ছবি এবং তথ্য- লাইভ সায়েন্স , Live science

শেয়ার করতে:

You cannot copy content of this page