চিন্তার ছাপ ভারত-শ্রীলঙ্কা ম্যাচে!
তৃতীয়পক্ষ ওয়েব- হু হু করে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ছে। এবার ভারত শ্রীলঙ্কা ম্যাচ-এও ঢুকে পড়ল। টিম ইন্ডিয়া শ্রীলঙ্কা সফরে গিয়েছিল টি টোয়েন্টি খেলতে। বৃহস্পতিবারের ম্যাচে ভারত ৭ উইকেটে হেরে যায় শ্রীলঙ্কার কাছে। ক্রুণাল পাণ্ডিয়া আগেই কোভিড পজিটিভ হয়েছিলেন। তারপর আটজন ক্রিকেটার আইসোলেশনে যান। এই সিরিজের শেষ ম্যাচও তারা খেলতে পারেননি। এবার মাথায় আকাশ ভেঙে পড়ল টিম ইন্ডিয়ার আরও দুই ক্রিকেটারের কোভিড পজিটিভ হওয়ায়।
যজুবেন্দ্র চাহাল এবং কৃষ্ণাপ্পা গৌতম কোভিড পজিটিভ হয়েছেন বলে তথ্য সূত্রে খবর। নতুন টেস্টের পর এই খবর সামনে এসেছে৷ এর আগে পৃথ্বী, সূর্য কুমার যাদব, হার্দিক পান্ডিয়া, কৃষ্ণাপ্পা গৌতম, মণীশ পাণ্ডে, ইশান কিষাণ, যুজবেন্দ্র চাহাল, আর দীপক চাহার আইসোলেশনে গেছেন৷ ক্রুণাল পান্ডিয়া এই ক্রিকেটারদের কাছাকাছি এসেছিলেন৷ টিম ইন্ডিয়া আজ শ্রীলঙ্কা থেকে দেশে ফিরবে৷ আইসোলেশনে থাকা অন্য ক্রিকেটার হার্দিক, পৃথ্বী, সূর্যকুমার, মণীষ, দীপক ও ইশানের রিপোর্ট নেগেটিভ এসেছে৷ তারা ভারতীয় দলের সঙ্গে দেশে ফিরবে৷
শ্রীলঙ্কা সরকারের কোভিড প্রোটোকল অনুযায়ী পজিটিভ আসা ক্রিকেটারকে দশদিন আইসোলেশনে থাকতে হবে৷ টেস্ট নেগেটিভ আসার পরেই ক্রিকেটাররা দেশে ফিরতে পারবেন৷ কোনও কোভিড ১৯ পজিটিভ ব্যক্তির সংস্পর্শে আসা ব্যক্তি ৭ দিন অবধি আইসোলেশনে থাকবেন