জগন্নাথ দেবের স্নানযাত্রা
পিনাকী চৌধুরী।। করোনা আবহে ক্যালেন্ডারের পাতা যেন বার্তা বহন করছে যে উৎসবের মরশুম সমাগত । আজ ২৪ জুন শ্রী শ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রা উৎসব। শ্রীক্ষেত্র পুরীতে বৈচিত্র্যময় এই স্নানযাত্রা উৎসব। আজ স্নান পূর্ণিমার দিনে জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রার মূর্তি মন্দিরের গর্ভগৃহ থেকে বাইরে এনে স্নানবেদীতে রাখা হয়। তারপরে মন্দিরের উত্তর দিকের কুয়ো থেকে ১০৮ কলস জল এনে মন্ত্রশুদ্ধ করে বিগ্রহকে স্নান করানো হয়। হিন্দু সম্প্রদায়ের অত্যন্ত পবিত্র দিন হল এই স্নানযাত্রা, যার পরতে পরতে মিশে রয়েছে এক বিশুদ্ধ আধ্যাত্মিকতা !
স্কন্দ পুরাণে বর্ণিত রয়েছে , রাজা ইন্দ্রদ্যুম্ন এই অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। স্নানযাত্রার পরে জগন্নাথ দেবের গজবেশ হয় ! অ-সা-ধা-র-ণ সেই দৃশ্য ! কিন্তু স্নানযাত্রার অব্যবহিত পরেই জগন্নাথ দেব অসুস্থ হয়ে পড়েন । তাহলে উপায় ? রাজবদ্যি এসে গোপন কুঠুরিতে প্রভুর সেবা শুশ্রূষা করেন ! এই এক পক্ষকাল যাবৎ জগন্নাথ দেব ভক্তদের দর্শন দেন না । এটা হল জগন্নাথ দেবের ‘ অনসর ‘ কাল । আর এই এক পক্ষকালব্যাপী রাজবৈদ্যের ‘ পাঁচন ‘ খেয়ে জগন্নাথ দেব পুনরায় সুস্থ হয়ে ওঠেন । তিনি হলেন জগতের নাথ , আর প্রভু জগন্নাথ দেবের কৃপা লাভ করতে কার না মন চায় ! বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠান, বিশুদ্ধ মন্ত্রচ্চারণে স্নানযাত্রার দিনটি এক অন্য রকম তাৎপর্য বহন করে ।