জন্মতিথি উপলক্ষে ভিড় এড়াতে চলতি মাসে দু’দিন বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বেলুড় মঠে

কলকাতা,দেবস্মিতা ঘোষ:

আগামী ১৫ মার্চ শ্রী শ্রী রামকৃষ্ণদেবের জন্মতিথি ও ২১ মার্চ শ্রী শ্রী ঠাকুরের জন্মমহোৎসবে ভক্তদের জন্য দু’দিন বন্ধ রাখা হবে মঠ। করোনা আবহে মানুষের যথেষ্ট ভিড় এড়াতে অন্যান্য উৎসবমুখর দিনের মতোই এই ব্যবস্থার পরিকল্পনা করা হয়েছে বলে জানা গিয়েছে।
প্রসঙ্গত,করোনা পরিস্থিতির জেরে গত বছর ৫ মার্চ থেকে বন্ধ রাখা হয়েছিল বেলুড় মঠ। মাঝে ১৫ জুন বেলুড় মঠ খুললেও গত ২ অগাস্ট ফের বন্ধ হয়ে যায়। তারপর আবার ১০ ফেব্রুয়ারি খুলে যায়। তবে মঠ খুললেও দর্শনার্থীদের জন্য বেশ কিছু বিধিনিষেধ জারি করা হয়।
তবে মঠ বন্ধ থাকলেও ভক্তদের একেবারেই নিরাশ না করার ব্যবস্থা করা হয়েছে। ভক্তদের জন্য ওই দুদিন সোশ্যাল মিডিয়ায় অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

শেয়ার করতে:

You cannot copy content of this page