জ্বলন্ত আগ্নেয়গিরির সামনে ভলিবল খেলায় মত্ত যুবকের দল
ইউরোপের উত্তর-পশ্চিম প্রান্তে অবস্থিত পৃথিবীর শীতলতম দেশ আইসল্যান্ডের প্রাকৃতিক দৃশ্য পর্যটকদের মুগ্ধ করার মত। আইসল্যান্ডে অনেকগুলো সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে।
হিসাব অনুযায়ী, প্রায় ১৩০টির মতো আগ্নেয়গিরি রয়েছে সেখানে, যার মধ্যে ৩০টি এখনো সক্রিয়। সেখানে ফাগরাডালসফল নামক সুপ্ত আগ্নেয়গিরিটি গত ২০ মার্চ ৮০০ বছর পর জাগ্রত হয়ে উঠেছে। বিশাল আগ্নেয়গিরি থেকে বেরিয়ে আসছে লাল টকটকে লাভার স্রোত বেরিয়ে আসছে।ফুটন্ত লাভার লেলিহান শিখা যেন গগনচুম্বী।
So, apparently a candid video of my friends and I went viral 👀 here’s another video of us playing #volleyball in front of the #volcano in #Iceland pic.twitter.com/sYxu3n3GZi
— thelmadogg15 (@thelmadogg15) March 29, 2021
গত ২১ দিন ধরে লাগাতার ভূমিকম্প আগ্নেয়গিরির জাগ্রত হওয়ার আভাস পাওয়া গিয়েছিলো আগেই। তবে আশ্চর্যের বিষয় এই যে, আগ্নেয়গিরির পাশেই আইসল্যান্ডের কিছু যুবকের ভলিবল খেলা ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। আগ্নেয়গিরি দেখতে অভ্যস্ত না থাকলেও সেটা তাদের প্রতিনিয়ত ভলিবল কোনও প্রভাব ফেলেনি। তারই প্রমাণ মিলেছে ভাইরাল হওয়া তাদের ভলিবল খেলার ভিডিওতে।