তৃণমূলে থেকে বিজেপির হয়ে কাজ, ১০ জনকে করা হল বহিষ্কার
সামনেই বিধানসভা নির্বাচন। পশ্চিমবঙ্গে গদি দখল করতে মরিয়া রাজনৈতিক দলগুলি। আর এই নির্বাচনের সামনেই দলবিরোধী কার্যকলাপের জন্য ১০ জন নেতা এবং কর্মীকে বহিষ্কার করল তৃণমূল নেতৃত্ব। এরা সকলেই শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ। আজ শনিবার বহিষ্কৃতদের তালিকা প্রকাশ করলেন তৃণমূলের জেলা সভাপতি সৌমেন মহাপাত্র। তবে রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, শুভেন্দু জমানাকে পেছনে ফেলে এগিয়ে যাওয়ার প্রচেষ্টা করছে তৃণমূল।
এদিন যারা বহিষ্কৃত হয়েছেন, তাঁদের মধ্যে সবাই শহীদ মাতঙ্গিনী ব্লকের তৃণমূলের পদাধিকারী হিসেবে যুক্ত ছিলেন। এরপর অন্যান্য জেলাগুলিতেও এরকম ‘শুদ্ধিকরণ’ চলবে বলে জানিয়েছে তৃণমূল। এই বহিষ্কৃতদের তালিকায় রয়েছেন পঞ্চায়েত সমিতির সভাপতি দিবাকর জানা এবং তাঁর স্ত্রী তনুশ্রী জানা।
জেলা তৃণমূল সভাপতি সৌমেন মহাপাত্র এদিন জানান, ‘দলে থেকেও এরা কাজ করছিলেন না। অন্য দলের হয়ে কাজ করছিলেন। যার ফলে এই সিদ্ধান্ত নিতে হয়েছে’।
প্রসঙ্গত, গত বছর ডিসেম্বরে শুভেন্দু অধিকারী তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন। তারপর থেকেই মেদিনীপুরে রাজনীতি তোলপাড়। এছাড়া নন্দীগ্রাম থেকে প্রার্থী হয়েছেন তৃণমূল সুপ্রীমো মমতা বন্দ্যোপাধ্যায়। শুভেন্দু বিজেপিতে যোগ দেওয়ার সঙ্গে সঙ্গেই, তাঁর অনুগামীদের একাংশ বিজেপিতে যোগ দেয়। তাই তৃণমূল এবার সেইসব দলবিরোধীদের খুঁজে বার করে বহিষ্কারের কাজ শুরু করেছে।