দক্ষিণেশ্বর থেকে প্রথম মেট্রো পরিষেবা সকাল সাতটায়
আজ এক ঐতিহাসিক মুহূর্তের সন্ধিক্ষণে দাঁড়িয়ে আমরা। দক্ষিণেশ্বর মেট্রোর সূচনা করবেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। ব্যস্ত সময়ে প্রতি ছ’মিনিট অন্তর আর সর্বোচ্চ ১৫ মিনিট অন্তর চলবে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ মেট্রো। সারাদিনে চলাচল করবে মোট ৭৯ জোড়া ট্রেন। দক্ষিণেশ্বর থেকে মেট্রো পরিষেবা চালু থাকছে সকাল ৭ টা থেকে রাত ৯ঃ৩০ টা পর্যন্ত। আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হুগলীতে একটি অনুষ্ঠান থেকে ভার্চুয়াল ভাবে উদ্বোধন করবেন এই মেট্রো রেলের পরিষেবা। আগামীকাল থেকেই যাত্রীরা সম্পূর্ণ পরিষেবা পেতে পারবেন।