দমদমে রাজনৈতিক প্রচারে নামলেন ব্রাত্য বসু

রাজনৈতিক উত্তজনা এখন তুমুলে। যেদিকে চোখ যাবে প্রচার, হোর্ডিং, দেওয়াল লিখন। রাজ্যের মসনদ পেতে মরিয়া রাজনৈতিক দলগুলি। শাসক থেকে বিরোধী দুই দলই এখন প্রচারে জান লড়িয়ে দিচ্ছেন।

আজ দমদমে প্রচারে নামলেন  ব্রাত্য বসু। দমদম রোডে তৃণমূলের ট্যাবলো সহ, রাজনৈতিক নেতা,কর্মীদের মিছিলে আওয়াজ তুললেন তিনিও। রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের ট্যাবলো সহ, শীক্ষার্থীদেরও দেখা গেল মিছিলে শামিল হতে। এছাড়া রান্নার গ্যাসের ঊর্ধ্বমুখী দাম এবং পেট্রোলের দাম নিয়েও বলতে শোনা গেল তাঁকে।

আর এই মিছিলেও জায়গা করে নিতে দেখা গেল ‘খেলা হবে’ গান এবং টি শার্টের শ্লোগান। প্রসঙ্গত আজ নন্দীগ্রামে শহীদ বেদীতে মাল্যদানের পরেই এই রোড শোয়ে যোগ দেন ব্রাত্য বসু। অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হুইল চেয়ারে বসে গর্জে উঠলেন, ‘ভাঙা পা নিয়েই তিনি সারা বাংলা ঘুরে বেড়াবেন’।

শেয়ার করতে:

You cannot copy content of this page