দিলীপ ঘোষকে কালো পতাকা দেখাল মোর্চার গুরুংপন্থীরা
ফের দার্জিলিংয়ে কালো পতাকা দেখানো হল বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে। বিজেপির পাহাড় যাত্রাকে কেন্দ্র করে ঘটল ধুন্ধুমার কাণ্ড। যা সামলাতে বেশ বেগ পেতে হলো পুলিশকেও। আজ মঙ্গলবার পরিবর্তন যাত্রা উপলক্ষে পাহাড়ে পৌঁছন দিলীপ ঘোষ। সেখানে তাঁকে দেখামাত্রই বিক্ষোভ দেখাতে শুরু করেন মোর্চার গুরংপন্থী দলের সদস্যরা।
দার্জিলিংয়ে ঘুম থেকে শুরু হয় বিজেপির পরিবর্তন যাত্রা। এই কর্মসূচীর আরম্ভ করতেই দিলীপ ঘোষ সহ অর্জুন সিং সেখানে যান। গাড়ি থেকে নামতেই কালো পতাকা দেখিয়ে বিক্ষোভ শুরু করে গুরুংপন্থীরা। মুহুর্তের মধ্যে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
দিলীপ ঘোষ জানান, ‘পাহাড়ের মানুষকে বোকা বানানোর চেষ্টা চলছে। বোকা বানাচ্ছে তৃণমূল কংগ্রেস ও বিমল গুরুং-এর দল। একমাত্র বিজেপি পাহাড়ের মানুষদের উন্নয়নে কাজ করছে। পাহাড়ের ছোট দলগুলিও তাই বিজেপির সঙ্গে মিলিত হচ্ছে’।
তিনি আরও বলেন, ‘রাজ্য শাসকের পায়ের তলার মাটি সরে যাচ্ছে। আর তাই তাঁরা পাহাড় ও জঙ্গলমহলে দেশদ্রোহীদের কাজে লাগিয়েছেন। বিমল গুরুংয়ের বিরুদ্ধেও মামলা চলছিল। যা প্রত্যাহার করে নিয়েছে রাজ্য সরকার।