দূরদর্শন এবার বিশ্বজনীন
পিনাকী চৌধুরী- দেশ কালের সীমানা অতিক্রম করে দূরদর্শন এবার আন্তর্জাতিক আঙিনায় পা রাখতে যাচ্ছে। বস্তুতঃ ভারতের কন্ঠস্বর এবার সারা বিশ্বের দরবারে খুব সহজেই পৌঁছে যাবে । ভারতের দর্শকদের একাংশ আজও দূরদর্শনের খবরাখবরের ওপর ভরসা করেন ! তবে এবার কার্যত বিবিসি ওয়ার্ল্ডের ধাঁচে এবং অবশ্যই বৈচিত্র্য, বিন্যাসে এবং অভিনবত্বে দূরদর্শন ইন্টারন্যাশনাল চ্যানেল আনতে উদ্যোগী হয়েছে প্রসার ভারতী। গত ১৩ মে এই ব্যাপারে উপযুক্ত কনসালটেন্ট চেয়ে রীতিমতো দরপত্র আহ্বান করেছে প্রসার ভারতী। কিন্তু সেই দূরদর্শন ইন্টারন্যাশনাল চ্যানেল এর কাজ কি হবে ? সরকারি বয়ান অনুযায়ী দূরদর্শন ইন্টারন্যাশনাল চ্যানেল কে আন্তর্জাতিক স্তরে নিয়ে গিয়ে সেখানে ভারতের কন্ঠস্বর তুলে ধরাটাই প্রাথমিক লক্ষ্য । পাশাপাশি ভারতের এবং আন্তর্জাতিক বিভিন্ন ঘটনাপ্রবাহ নিয়ে ভারতের অবস্থান ও দৃষ্টিকোণ আন্তর্জাতিক স্তরে তুলে ধরা হবে। তবে কেন্দ্র সরকারের এই ঘোষিত পরিকল্পনা নিয়ে যথারীতি বিরোধীরা বিতর্ক সৃষ্টি করেছে। বাস্তবে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমালোচনা হয়েছে, তা সামাল দিতেই কি দূরদর্শন ইন্টারন্যাশনাল চ্যানেলের চিন্তা গতি পেল ? তবে বিতর্ক যাই থাকুক না কেন, দূরদর্শন যদি সত্যিই বিশ্বের দরবারে পৌঁছে গিয়ে আপামর ভারতবাসীর কন্ঠস্বর আন্তর্জাতিক আঙিনায় শোনা ও দেখা যায়, তাহলে তা হবে এক যুগান্তকারী পদক্ষেপ ।










