দেশে প্রথম কোভিডের দুটি সংক্রমণ একসঙ্গে মহিলা চিকিৎসকের

তৃতীয়পক্ষ ওয়েব- কোভিড ভ্যাকসিন নিয়েছেন অসমের এই মহিলা চিকিৎসক। কিন্তু ডোজ নেওয়ার পরেও করোনায় আক্রান্ত হয়েছেন তিনি। আর শুধু সেটাই নয় আলফা ও ডেল্টা দুই প্রজাতির করোনাতে আক্রান্ত হয়েছেন তিনি।

সম্প্রতি করোনা ভ্যাকসিনের সেকেন্ড ডোজ নিয়েছিলেন। তার এক মাসের মধ্যেই আক্রান্ত হলেন মহিলা। বিশেষজ্ঞদের মতে তিনিই দেশে প্রথম ব্যক্তি যার সামান্য উপসর্গ রয়েছে। তবে হাসপাতালে ভরতি হননি তিনি।

করোনা সংক্রমণের মধ্যে এই ডবল সংক্রমণের ঘটনা বিরল। মার্চ মাসে ৯০ বছর বয়সী এক বেলজিয়ান মহিলার এই ধরণের ডাবল সংক্রমণের ঘটনা শোনা গিয়েছিল।তবে তিনি মারাও গিয়েছেন। দেশের মধ্যে এর আগে এই ধরণের কোনও ঘটনা শোনা যায়নি।

ICMR’s -এর বিজ্ঞানী ডঃ বিজে বোরকাকোটি বলেন, ‘সাধারণত এই ধরণের সংক্রমণ তখনই হয় যখন একজন ব্যক্তি প্রথমবার সংক্রামিত হলেন এরপর অ্যান্টিবডি তৈরির আগেই প্রথম সংক্রমণের ২-৩দিনের মধ্যে দ্বিতীয়বার সংক্রামিত হন।’ ব্রাজিল, পর্তুগাল ও ব্রিটেনে এই ধরনের দুটি সংক্রমণের ঘটনা শোনা গেলেও ভারতে এর আগে এরকম কোনও দ্বৈত সংক্রমণের ঘটনা শোনা যায়নি। একটি প্রজাতির ভাইরাস ক্ষমতা হারানোর পর যখন অন্য প্রজাতির ভাইরাস আসে সেই সন্ধিক্ষণেই এরকম দ্বৈত সংক্রমণ লক্ষ্য করা যায়।

শেয়ার করতে:

You cannot copy content of this page