দ্বিতীয় কোভিড টিকা নেওয়ার আগে আক্রান্ত হলেন ফারুক আবদুল্লা
করোনার দ্বিতীয় আক্রমনে জেরবার গোটা বিশ্ববাসী। তালিকা থেকে ভারতবর্ষও বাদ নেই।ভাইরাসের সংক্রমণে রাশ টানতে বিশ্বজুড়ে শুরু হয়েছে টিকাকরণও৷ এতদিন কেবল ষাটোর্ধ্ব বয়সী মানুষকে টিকা দেওয়া হয়েছে ৷ পয়লা এপ্রিল থেকে টিকা দেওয়া হচ্ছে পঁয়তাল্লিশ কিংবা তার বেশি বয়সী মানুষকে। জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী বছর তিরাশির ফারুক আবদুল্লা দিন কয়েক আগেই করোনার টিকা নিলেও করোনা সংক্রামিত হওয়া থেকে আটকানো যায় নি। তাঁকে হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। আজ সকালে ট্যুইট করে একথা জানান তাঁর ছেলে তথা জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। তিনি বলেছেন,’আমরা বাবা করোনা পজিটিভ। শরীরে কিছু করোনার উপসর্গ দেখা গেছে। বাকিদেরও করোনা পরীক্ষা করানো হয়েছে। রিপোর্ট না আসায় আমি ও আমার পরিবার বাড়িতেই আছি’। তিনি আর ও বলেন, কয়েকদিনে যারা আমার বাবা ও পরিবারের সংস্পর্শে এসেছে তাঁরা অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন ও নিজ সুরক্ষার্থে সময়মত টেস্ট করাবেন।
সূত্রের খবর,দেশে প্রথম দফার টিকাকরণে অগ্রাধিকারের ভিত্তিতে টিকা দেওয়া হয়েছিল ফারুককে। গত ২ মার্চ শ্রীনগরের শের–ই–কাশ্মীর ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সে টিকা নেন ফারুক ও তাঁর স্ত্রী। টিকা নেওয়ার কথাও টুইটারেই জানিয়েছিলেন ওমর।