নতুন ব্যাকটেরিয়ার আশঙ্কা ভাবাচ্ছে বিজ্ঞানীদের

সম্প্রতি ৫৬টি শিম্পাঞ্জির মৃত্যু হওয়ায় আশঙ্কায় বিজ্ঞানীরা। পশ্চিম আফ্রিকার সিয়েরা লিওনে টাকুগামা অভয়ারণ্যে রহস্যজনকভাবে শিম্পাজির মৃত্যু মানবদেহের পক্ষেও বিপজ্জনক হতে পারে।

একসঙ্গে এতগুলো শিম্পাঞ্জির মৃত্যুর কারণ হিসেবে এপিজুটিক অ্যান্ড গ্যাস্ট্রোএন্টারটিক সিন্ড্রোম রোগ ধরা পড়েছে। এর জেরে শিম্পাঞ্জিদের মধ্যে স্নায়বিক সমস্যা, বমি এবং ডায়রিয়া হয়। তবে বিজ্ঞানীদের চিন্তার কারণ হলো এর আগে ২০০৫ সাল থেকে ইএনজিএস-এর চিকিৎসা হওয়া সত্ত্বেও টাকুগামা অভয়ারণ্যে মারা গিয়েছে এতগুলো শিম্পাজির মৃত্যু!

 

নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনের তথ্যসূত্রে খবর, এটি ‘টি সার্সিনা’ সংক্রমণের সঙ্গে যুক্ত। সম্ভবত এটি কোনও নতুন এবং জটিল রোগের চরিত্র। সারা বিশ্বজুড়ে কোভিড-১৯ এর অতিমারীর পর ফের এই নতুন ভাইরাস আতংক ছড়িয়েছে এর মধ্যেই।

শেয়ার করতে:

You cannot copy content of this page