| নতুন লেখকদের জন্য এক সুবর্ণ সুযোগ |
প্রজেক্ট চাঁদ বণিকের ডিজিট্যাল প্ল্যাটফর্মের জন্যে আমরা খুঁজছি নতুন লেখক কে, যে মনসার ওয়েব নভেল ধারাবাহিক ভাবে তৈরী করবেন।
প্রতি বছরের হিসেবে কিংবা পঞ্চাশ হাজারের শব্দ সংখ্যার উর্ধ্বের কন্টেন্টের জন্য পাবেন পাঁচ হাজার টাকা। এরপরেও জনপ্রিয়তার নিরিখে থাকবে রয়ালটি।
‘চাঁদ বণিক এবং তৃতীয়পক্ষ’ যৌথ উদ্যোগে রিসার্চ অ্যাসিস্ট্যানস আর টেক সাপোর্ট, ডিজিট্যাল প্রমোশন; এইসব কিছু আমাদের দায়িত্ব।
**আপনাকে শুধু মাত্র হতে হবে সুলেখক কিংবা লেখিকা।