নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার ঘটনায় বিভিন্ন প্রান্তে অবরোধ তৃণমূল সমর্থকদের
দেবস্মিতা ঘোষ: গতকাল নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর পরিকল্পিতভাবে হামলার অভিযোগ নিয়ে আজ সকালেপূর্ব বর্ধমান জেলার বিভিন্ন প্রান্তে অবস্থান-বিক্ষোভ, পথ অবরোধ করল তৃণমূল কংগ্রেস। বিভিন্ন জায়গায় টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করা হয়।
এদিন কালনা ও কাটোয়া মহকুমার বিভিন্ন এলাকায়, বর্ধমান রায়না জামালপুর সহ জেলার সব প্রান্তে অবস্থান-বিক্ষোভ অবরোধ কর্মসূচি পালন করে তৃণমূল কংগ্রেস। জামালপুরে রাস্তার উপর বেঞ্চ পেতে মেমারি জামালপুর রাস্তা অবরোধ করা হয়। রায়নার লোহাইয়ে বর্ধমান আরামবাগ রোড অবরোধ করে তৃণমূল কর্মীরা। বর্ধমানের কার্জনগেটেও জি টি রোড অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়।প্রায় পৌনে এক ঘণ্টা অবরোধ চলে।
অবরোধে রাস্তার দু’পাশে ব্যাপক যানজট সৃষ্টি হওয়ার ফলে আটকে পড়ে দুর্ভোগে নাজেহাল হয়েছেন নিত্য যাত্রীসহ সাধারণ মানুষ। পরে বর্ধমান থানার পুলিশ গিয়ে অবরোধ তুলে দেয়।