নাবালিকাকে বিয়ে করার অভিযোগ উঠল পাক সাংসদের

নাবালিকাকে বিয়ে করার অভিযোগ উঠল পাকিস্তানের এক সাংসদের বিরুদ্ধে। যেখানে পাকিস্তানে মেয়েদের বিয়ের বয়স ১৬ বছর। অভিযুক্ত সাংসদের নাম মৌলানা সালাহউদ্দিন আইয়ুবি। বয়স ৫০ বছর। ২০১৮ সালে তিনি সাংসদ নির্বাচিত হন।

এই ঘটনাটি ঘটেছে বালুচিস্তানের চিত্রাল এলাকায়। সেখানে এক সমাজসেবী সংগঠন থানায় অভিযোগ দায়ের করে। পুলিশ তদন্তে নেমে জানতে পারে নাবালিকা এক সরকারী বালিকা বিদ্যালয়ের ছাত্রী। স্কুলের রেজিস্টারে তাঁর বয়স লেখা আছে ১৪ বছর। অর্থাৎ তাঁর বিয়ের বয়স হয়নি।

পুলিশ ঘটনার তদন্তে কিশোরীর বাড়িতে উপস্থিত হয়। কিন্তু কিশোরীর বাবা মা বিয়ের ঘটনাকে পুরোপুরি অস্বীকার করেন। এছাড়াও তাঁরা এফিডেফিট পেশ করেন পুলিশকে।

প্রসঙ্গত পাকিস্তানে মেয়েদের বিয়ের বয়স শুরু ১৬ বছর থেকে । সেখানে মাত্র ১৪ বছরের একটি কিশোরীকে বিয়ের অভিযোগ উঠেছে কিনা তার থেকে চার গুণ বয়সের এক ব্যক্তির বিরুদ্ধে । তবে এই পুরো ঘটনার মূল অভিযুক্ত ব্যক্তি বা ওই কিশোরীরর কোনও বক্তব্য এখনও জানা যায়নি।

শেয়ার করতে:

You cannot copy content of this page