নির্বাচনে জয়ের পর ২ মে উড়বে না কোনও আবির, পদক্ষেপ কমিশনের

শেষ দফার ভোট এখনও বাকি। তার মধ্যেই ভোটের রেজাল্টও একেবারে নাকের ডগায়। ২ মে জানা যাবে নির্বাচনী ফলাফল। কিন্তু নির্বাচনী ফল প্রকাশের পর কোনও ধরণের বিজয় মিছিল করা যাবে না। মাদ্রাজ হাইকোর্ট থেকে ভর্তসনার পর নির্বাচন কমিশন এই সিদ্ধান্ত নিয়েছে। এর পাশাপাশি গণনা কেন্দ্রে উপস্থিত প্রত্যেকের ২ মে-র মধ্যে আরটি-পিসিআর টেস্ট করা বাধ্যতামূলক।

প্রসঙ্গত, মাদ্রাজ হাইকোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বলেন, গোটা দেশে করোনার দ্বিতীয় ঢেউ বেশ মারণ কামড় দিয়েছে। আর তার মধ্যেই চলছিল কোভিড প্রোটোকল না মেনে প্রচার। এক্ষেত্রে কমিশন দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দিয়েছে। যার জন্য কমিশনের বিরুদ্ধে খুনের মামলা রুজু করা উচিৎ।

 

এদিন নির্বাচন কমিশনকে তুলোধোনা করলেন প্রধান বিচারপতি। তিনি বলেন, ‘কোভিড বিধি মেনে চলার জন্য আদালত নির্দেশ দিলেও রাজনৈতিক দলগুলি সেগুলি না মেনেই প্রচার চালিয়েছে। কমিশন কোনও পদক্ষেপ নেয়নি। সাংবিধানিক কর্তৃপক্ষকে এভাবে সেইকথা মনে করিয়ে দিতে হচ্ছে, তা খুব হতাশাজনক’।

সেরকম হলে ভোটগণনা বন্ধ করে দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে আদালত। আদালত জানিয়েছে, ‘কোভিড বিধি মেনে কীভাবে সব কিছু মেনে চলা হবে, সেকথা আদালতকে না জানাতে পারলে আগামী ২ মে ভোটের গণনা বন্ধ করে দেওয়া হবে। পিছিয়েও যেতে পারে’। মূলত আদালতের কড়া হুমকির পড়েই কমিশনের এই পদক্ষেপ।

 

শেয়ার করতে:

You cannot copy content of this page