পছন্দ হয়নি প্রার্থী তালিকা, বিজেপি ছাড়লেন শোভন বৈশাখী

আজ বিজেপি তাদের প্রার্থী তালিকা প্রকাশ করেছে। আর সেই তালিকাই পছন্দ হয়নি বিজেপিতে যোগ দেওয়া শোভন বৈশাখী’র। এমনকি দ্বিতীয় তালিকাও অপছন্দ। তাই বিজেপির সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করলেন বিজেপির কলকাতা জোনের আহ্বায়ক শোভন চট্টোপাধ্যায় এবং সহ আহ্বায়ক বৈশাখী বন্দোপাধ্যায়।

এদিন রবিবার বিকেলে রাজ্য বিজেপির দ্বিতীয় তালিকা প্রকাশের পরেই দেখা যায় বেহালা পূর্ব থেকে প্রার্থী হিসেবে নাম রয়েছে অভিনেত্রী পায়েল সরকারের। সেখানে নাম নেই শোভন কিম্বা বৈশাখীর। এর আগে শোভন চট্টোপাধ্যায় ওই কেন্দ্র থেকে প্রার্থী হওয়ার ইচ্ছে জানিয়েছিলেন। কিন্তু সে কথা গুরুত্ব দেয়নি বিজেপি। তাই দল ছাড়ার সিদ্ধান্ত নেন শোভন।

খবর অনুযায়ী রবিবার বিকেলে বিজেপির সমস্ত পদ থেকে অব্যাহতি চেয়ে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে চিঠি দিয়েছেন শোভন চট্টোপাধ্যায়। এর পাশাপাশি বৈশাখীও সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন। ‘ কোনও ষড়যন্ত্রকারীরাই সফল হবে না। আমরাই জিতবো। বেহালা পূর্বের মানুষের আশীর্বাদ আমাদের সঙ্গে রয়েছে।’

 

শেয়ার করতে:

You cannot copy content of this page