পামেলা গোস্বামীর ড্রাগ কাণ্ডে গ্রেফতার রাকেশ সিং

বিজেপি নেতা রাকেশ সিংকে গ্রেফতার করল পুলিশ। মঙ্গলবার রাতে তাঁকে বর্ধমান থেকে গ্রেফতার করা হয়। সূত্রের খবর অনুযায়ী ভুবনেশ্বর হয়ে দিল্লি পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন তিনি। এদিন রাতে গলসি থেকে গ্রেফতার করে পুলিশ। রাতের মধ্যেই তাঁকে নিয়ে আসা হবে কলকাতায়।

কলকাতা পুলিশের এক দল এদিন রাকেশ সিং-এর বাড়িতে যায়। কিন্তু সেখানে পুলিশ বাঁধা পায় ঘরের ভেতর ঢোকার। এমনকি পুলিশকে দরজা ভাঙার সরঞ্জামও নিয়ে যেতে হয়। শেষ পর্যন্ত আড়াই ঘন্টা পর পুলিশকে ভেতরে ঢুকতে দেওয়া হয়। সেখানেই রাকেশ সিং-এর সন্ধান পায় পুলিশ।

প্রসঙ্গত ড্রাগ কাণ্ডের জেরে বিজেপি নেত্রী পামেলা গোস্বামীকে ফাঁসানোর কথা ওঠে বারবার। সেখানেই রাকেশ সিং-এর নাম উঠে আসে। পামেলা অভিযোগ করেন তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। পুলিশ জিজ্ঞাসাবাদের নোটিশ পাঠায় রাকেশ সিংকে। কিন্তু রাকেশ সিং মেইল করে জানান তিনি দিল্লি যাচ্ছেন কাজে।

তথ্যসূত্রে খবর রাকেশ সিং-এর বিরুদ্ধে পঞ্চাশটিরও বেশি ফৌজদারি মামলা রয়েছে। এছাড়া বিভিন্ন ষড়যন্ত্র মূলক কাজকর্মের হদিশও পাওয়া গিয়েছে। তিনি যে প্রতিহিংসার জন্যেই এমনটা করেছেন এমনটা জানিয়েছেন আর এক বিজেপি নেতা শমীক ভট্টাচার্যও।

শেয়ার করতে:

You cannot copy content of this page