যাবতীয় কোভিড বিধি মেনেই পুরীতে রথযাত্রা উৎসব পালিত হবে
পিনাকী চৌধুরী।। গতবছর করোনা ভাইরাস সংক্রমণের কারণে পুরীতে রথযাত্রায় অংশগ্রহণ করতে পারেননি আপামর ভক্ত, আর এইবছরেও করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে দেশে । তাই এইবছরেও ভক্তশূন্য থাকবে পুরীর জগন্নাথদেবের রথযাত্রা । তবে যেসব সেবাইতদের করোনা প্রতিষেধকের দুটি টিকা নেওয়া হয়েছে এবং যাদের করোনা রিপোর্ট নেগেটিভ আসবে, কেবলমাত্র সেইসব সেবাইতরাই রথযাত্রায় অংশগ্রহণ করতে পারবেন।
রথযাত্রার দিন সামাজিক মাধ্যমে রথযাত্রার সরাসরি সম্প্রচার করবে কর্তৃপক্ষ। এছাড়াও বিভিন্ন সংবাদমাধ্যমে সেই ফিড পাঠিয়ে দেওয়া হবে। তবে আগামী ১২ জুলাই রথযাত্রার দিন ওড়িশায় আর কোনো রথ পরিক্রমা করবেনা । ওড়িশার স্পেশাল রিলিফ কমিশনার প্রদীপ জেনা এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে, রথযাত্রার দিন পুরীতে কারফিউ জারি থাকবে। এছাড়াও জগন্নাথ দেবের স্নানযাত্রার দিনেও যাবতীয় কোভিড বিধি মেনেই আচার অনুষ্ঠান পালিত হবে।