পূর্ব মেদিনীপুরে ডেল্টার খোঁজ! কোভিডের নয়া রূপে আক্রান্ত একাধিক

তৃতীয়পক্ষ ওয়েব- পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে কোভিডের নতুন রূপ ডেল্টার খোঁজ পাওয়া গিয়েছিল আগেই। এরমধ্যেই উত্তরবঙ্গে শিলিগুড়িতে ডেল্টা ও ইউকে ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছেন  ৭ জন।  অন্যদিকে উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় ডেল্টা স্ট্রেইনে আক্রান্তের খোঁজ পাওয়া গেছে। তবে স্বাস্থ্য দফতরকে চিন্তায় ফেলে দিয়েছে কোভিডের নতুন রূপ। যার কবলে পরেছে পূর্ব মেদিনীপুর। যেখানে প্রায় একাধিক ডেল্টা স্ট্রেইনে আক্রান্ত হয়েছেন, এমনটাই তথ্য প্রকাশ।

জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক বিভাস রায় জানিয়েছেন, জেলায় যে নমুনা পরীক্ষা করা হয়েছিল তার মধ্যেই ডেল্টা স্ট্রেইনের খোঁজ মিলেছে। তবে এই নতুন স্ট্রেইনে আক্রান্তের সংখ্যা ঠিক কতজন সেই পরিসংখ্যান এখনও জানায়নি জেলা স্বাস্থ্য দফতর। চিকিৎসকেরা এই নিয়ে কোনও বিতর্ক তৈরি করতে চান না। মূলত, করোনার আগের দুটি স্ট্রেইনের থেকে ডেল্টা স্ট্রেইনের সংক্রমণের ক্ষমতা প্রায় ৪০-৬০ শতাংশ বেশি। তবে কি বঙ্গে আসন্ন করোনার তৃতীয় ঢেউ। এই নিয়ে চিন্তিত স্বাস্থ্য দফতর।

কোভিডের এই নতুন স্ট্রেইনের সংক্রমক ক্ষমতা অনেকটাই বেশি। জানালেন স্বাস্থ্য আধিকারিক বিভাস রায়। তিনি আরও জানালেন তবে এ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। খোঁজখবর নিচ্ছেন। প্রত্যন্ত গ্রামগুলিতেও নজর দেওয়া হচ্ছে। কোভিডের যাবতীয় বিধিনিষেধ বহাল থাকবে। খুব প্রয়োজন ছাড়া সাধারণ মানুষকে বাড়ি থেকে বেরোতে নিষেধ করা হয়েছে। এছাড়াও, মাস্ক ও স্য়ানিটাইজার ব্যবহার ও সামাজিক দূরত্ববিধি বজায় রাখতে জনগণকে অনুরোধ করা হচ্ছে।

উল্লেখ্য যে, গতকাল বুধবার, জেলায় করোনায় মৃতের সংখ্যা শূন্য। মঙ্গলবার আক্রান্তের সংখ্যা ৪৯। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৬০ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন প্রায় ৭১ জন।

শেয়ার করতে:

You cannot copy content of this page