ফের ধৃত ভুয়ো আইপিএস অফিসার, অভিযোগ জালিয়াতির
তৃতীয়পক্ষ ওয়েবডেস্ক- ভুয়ো অফিসার কাণ্ডে ফের ধরা পড়লেন এক আইপিএস অফিসার। গতকাল রাতে বালি থেকে গ্রেফতার করা হয় অঙ্কিত কুমার নামে এক যুবককে। সে পুলিশের লোগো ব্যবহার করে জালিয়াতি করত। অভিযোগ, বিভিন্ন লোককে ভয় দেখিয়ে মেসেজ করে ব্ল্যাকমেল করত অঙ্কিত।
কলকাতা পুলিশ সূত্রে পাওয়া খবর, অঙ্কিত নিজেকে আইপিএস বলে পরিচয় দিত। এমনকি কলকাতা পুলিশের লোগো ব্যবহার করত সে। এছাড়া কলকাতা পুলিশের সিনিয়র আধিকারিকদের ছবি ব্যবহার করে জালিয়াতি করত সে। এমনকি তাঁর বিরুদ্ধে রয়েছে একাধিক মামলা।
বিভিন্ন লোককে টেক্সট পাঠিয়ে বলত যে সাইবার থানায় তাদের বিরুদ্ধে কেস আছে, কিন্তু সে টাকার বিনিময়ে ব্যাপারটা মিটিয়ে দিতে পারে। এরকম মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে, দাবি করত দু হাজার থেকে ১ লাখ টাকা। আর এই কাজ করতে সে ব্যবহার করত কলকাতা পুলিশের লোগো। এমনকি লোককে বিশ্বাস করাতে ব্যবহার করত ইন্টারনেট থেকে নেওয়া উচ্চপদস্থ আইপিএস অফিসারের ছবি।
গোটা বিষয়টি কলকাতা পুলিশের নজরে আসতেই সাব ইনস্পেক্টর রাজা সাহা এবং তাঁর টিম তদন্ত শুরু করেন। বৃহস্পতিবার রাতে বালি থেকে গ্রেফতার করা হয় অঙ্কিতকে। সে ২৯টি হ্যান্ডসেট পাল্টিয়ে, আইপি মাস্ক পরে আইনের হাত থেকে পালানোর চেষ্টা করে। কিন্তু শেষপর্যন্ত তাঁকে পুলিশের জালে ধরা পড়তেই হয়।