ফের মোদিকে নিশানা করে কটাক্ষ মমতার

হুগলির ডানলপে আজ জনসভায় মমতা বন্দ্যোপাধ্যায় মোদিকে নিশানা করে ফের তীক্ষ্ণ বাণ হাঁকলেন। গত সোমবার এখানেই সভা করেন প্রধানমন্ত্রী। তারই পালটা সভায় আজ মমতা নিশানা করলেন মোদিকে। রাজনৈতিক পর্যবেক্ষকদের দাবী প্রধানমন্ত্রীর আক্রমণের জবাবই দিলেন মুখ্যমন্ত্রী।

আজকের সভায় মুখ্যমন্ত্রীর জ্বালাময়ী ভাষণে উঠে এলো, বাংলায় আপনারা বিজেপিকে হারান। দেখবেন ট্রাম্পের থেকেও খারাপ অবস্থা হবে মোদির। ঘরে ঢুকে বাচ্চা মেয়েকে কয়লা চোর বলছেন তাঁরা। তৃণমূল যদি তোলাবাজ হয়, আপনারা তাহলে দাঙ্গাবাজ। কার্যত আজ এভাবেই ভাষণ দিলেন মুখ্যমন্ত্রী।

অন্যদিকে নাম না করেই মোদি-অমিত শাহকে খোঁচা দিয়ে বললেন, একজন হোদল কুতকুত তো অন্যজন কিম্ভুত কিমাকার।

মোদিকে কটাক্ষ করার পাশাপাশি ঘোষণা করলেন আগামী জুন মাস থেকে বিধবা ভাতা দেওয়া হবে ১০০০ টাকা করে। রেল বিক্রি হচ্ছে কেন তারও জবাব চাইলেন মুখ্যমন্ত্রী।

মহিলাদের সুরক্ষা নিয়ে বললেন, মেয়েদের সম্মান দিতে জানেনা বিজেপি। বিজেপিতে মহিলারা সুরক্ষিত নন, এটা সবাই বুঝে গেছেন। তৃণমূল জানে মা-বোনেদের মম্মান দিতে। আপনারা রোজ ডুগডুগি বাজাচ্ছেন, ফেক ভিডিও, সিনেমা তৈরি করে মিথ্যে প্রচার করছেন। হিংসা করতে করতে কুৎসা রটাচ্ছেন। জনতা দেখে নেবে আপনাদের।

খেলা হবে প্রসঙ্গ টেনে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ,‘বাংলার টানে, খাবার টানে, মাটির টানে সবাই এসেছেন। আমি নিজে ছাত্র রাজনীতি করে এসেছি। মা-বোনেরা এবার খেলা হবে কি? একুশের নির্বাচনে একটাই খেলা হবে। একদিকে তৃণমূল কংগ্রেস থাকবে, অন্যদিকে বাকিরা। এখানে আমি থাকব গোলরক্ষক, দেখি কে কটা গোল করে? সব বল যাবে মাথার ওপর দিয়ে।’

প্রসঙ্গত আজকে ডানলপ মঞ্চে যোগ দিলেন সায়নী ঘোষ, মনোজ তিওয়ারি ও রাজ চক্রবর্তীও। এদের সবার হাতে দলের পতাকা তুলে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

শেয়ার করতে:

You cannot copy content of this page