ফেসবুকে প্রতিবাদ করায় হারাতে হল চাকরি
তৃতীয় পক্ষ ডেস্ক – ফেসবুকে পোস্ট করার জন্যে খোয়াতে হল চাকরি। হ্যাঁ ঠিক ধরেছেন। এমন ঘটনাই ঘটল অনিন্দিতা ভৌমিকের সঙ্গে। পেশায় ফিজিওথেরাপিস্ট , কর্মস্থল ত্রিপুরা মেডিকেল কলেজ, টিএমসি। ফেসবুকে করা পোস্টের জন্যে তাঁকে চাকরি থেকে বরখাস্ত করা হলো। কি ছিল সেই পোস্টে! প্রতিবাদ করে তিনি লিখেছিলেন, ‘ নতুন মেশিন না কিনে, বিনা টেন্ডারে ঘুষখোর OSD প্রাইভেট সংস্থাকে দিলো বরাত। অবাক আউটসোর্সিংয়ে হতভাগা গায়ক করে হাহাকার!
প্রতিবাদ করে শেষপর্যন্ত হারাতে হলো চাকরি। তার এই পোস্টে অনেকেরই গাত্রদহন শুরু হয়। যদিও তিনি কারও নাম করেননি পোস্টে। তবে অনিন্দিতার পোস্ট থেকে পরিস্কার যে, কোনও একটি প্রাইভেট সংস্থাকে নতুন মেশিন কেনার বরাত দেওয়া হয়। তার পোস্ট থেকে সেদিন কিছু প্রতিক্রিয়া না হলেও, পরদিন তার হাতে চলে আসে চাকরি ছাড়ার নির্দেশ। ত্রিপুরা মেডিকেল কলেজের চিফ এবং চেয়ারম্যান তাঁকে নানা ভাবে হুমকি দিতে শুরু করে এবং পোস্ট তুলে নেওয়ার কথা বলতে থাকেন।