ফেসবুক খবর প্রচার বন্ধ হলো অস্ট্রেলিয়ায়

আচমকাই ফেসবুকে খবর প্রচার বন্ধ হয়ে গেল অস্ট্রেলিয়ায়। আর এতেই বিপাকে পড়েছেন অস্ট্রেলিয়ার সাধারণ মানুষ সহ সরকারি দফতর ও বিভিন্ন প্রতিষ্ঠানগুলি। রোজকার একটা অভ্যেসে পরিণত হয়ে গেছে ফেসবুক থেকে খবর পড়ার। কিন্তু হঠাৎ করেই তাঁরা কিছু পড়তে পারছেন না, শেয়ার করতে পারছেন না।

প্রসঙ্গত ১৭ ফেব্রুয়ারি থেকে অস্ট্রেলিয়াতে ফেসবুক জুড়ে খবর বন্ধ হয়ে যায়। রয়টার্স এদিন জানায়, ঘুম ভেঙে বাসিন্দারা লক্ষ্য করেন কোনও আন্তর্জাতিক খবর তাঁরা দেখতে পারছেন না। অস্ট্রেলিয়ার সরকারি স্বাস্থ্য বিভাগ কোভিড পরিস্থিতির আপডেট দিত ফেসবুক পেজে। এছাড়া সরকারি দমকল বিভাগ বুশ ফায়ার সংক্রান্ত খবর দিত, সেগুলিও বন্ধ হয়ে গেছে। এগুলি ছাড়াও অন্যান্য সংবাদমাধ্যমের ফেসবুক পেজ দেখতে পারছে না তাঁরা।

বেশ অনেকদিন ধরেই অস্ট্রেলিয়ার সরকারের সঙ্গে লড়াই চলছে ফেসবুক ও গুগলের। অভিযোগ যে, গত ডিসেম্বরে অস্ট্রেলিয়ার পার্লামেন্টে একটি আইন পাস হয়। যেখানে বলা হয়, সংবাদ কনটেন্টের জন্য দেশটির প্রকাশকদেরও লাভের ভাগ দিতে বাধ্য থাকবে গুগল ও ফেসবুক। এতেই শুরু হয় অস্ট্রেলিয়ার সরকারের সঙ্গে দ্বন্দ্ব ফেসবুক ও গুগলের। তাঁদের বক্তব্য, এই আইন তাদের পক্ষে মানা সম্ভব নয়। তবে গুগল খবর বন্ধ না করে অস্ট্রেলিয়া সরকার এবং সংবাদসংস্থাগুলোর সঙ্গে  পর্যায়ক্রমে আলোচনা চালিয়ে যাচ্ছে।

 

শেয়ার করতে:

You cannot copy content of this page