বনধের মিশ্র প্রতিক্রিয়া উত্তরবঙ্গ জুড়ে
জ্বালানির মূল্যবৃদ্ধি, ডিএসটি ব্যবস্থা পর্যালোচনা সহ একাধিক দাবিতে ব্যবসায়ী সংগঠনগুলির ডাকে আজ, শুক্রবার দেশজুড়ে বনধের ডাক দিয়েছে দ্য কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্স। প্রায় ৪০ হাজারের ব্যবসায়ী সমিতি এই বনধকে সমর্থন জানিয়েছে।
সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত গাড়ি চালানোর ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে অল ইন্ডিয়া ট্রান্সপোর্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। তবে খোলা থাকছে ওষুধের দোকান, দুধ ও সবজির দোকান। ব্যাংক পরিষেবাও স্বাভাবিক থাকছে।
বিভিন্ন জায়গায় ধর্নার ডাক দেওয়া হয়েছে। তবে সকাল থেকে রাজ্যজুড়ে মিশ্র প্রভাব বনধের। বাংলার উত্তরবঙ্গের কিছু জেলাতে বনধের ভালোই প্রভাব লক্ষ্য করা গিয়েছে। উল্লেখ্য,শিলিগুড়ির বিধান মার্কেটে এদিন সবজির ও ফলের দোকানগুলো খোলা থাকলেও অন্যান্য দোকান বন্ধই আছে।
বাজারগুলিতে ক্রেতা নেই বললেই চলে।একই ছবি ধরা পড়েছে জলপাইগুড়ি জেলার বিভিন্ন প্রান্তে। তবে, কোচবিহার জেলায় এই বনধ তেমন প্রভাব ফেলতে পারেনি। প্রতিদিনের মতোই আজও দোকান-বাজার খোলা থাকতে দ্যাখা গিয়েছে।