বন্ধু হয়ে ভারতের দিকে হাত বাড়াল ‘ট্রুডো’

কোভিড-১৯ এর টিকার জন্যে ভারতের কাছে সাহায্যের হাত বাড়াল কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। ভারতে চলা কৃষক আন্দোলন নিয়ে মুখ খোলার দু’মাস পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোন করলেন ট্রুডো। সেই সময় অসন্তোষের মুখে পড়েছিলেন জাস্টিন। কানাডায় আশ্রয় দেওয়া খালিস্থান পন্থীদের নিয়ে কটাক্ষ শুনতে হয় তাঁকে।

সেসময় নতুন দিল্লীর পক্ষ থেকে সতর্ক করে দেওয়া হয়েছিল কানাডার রাষ্ট্রদূতকেও। দ্বিপাক্ষিকতার জন্য সম্পর্কে প্রভাব আসতে পারে এই হিসেবে সতর্ক করা হয়েছিল। এরপর ফোনালাপ নিয়ে কূটনৈতিক মহলে বেশ বিতর্কের সৃষ্টি হয়।

এদিন বুধবার নরেন্দ্র মোদী ট্যুইট করে জানান যে, জাস্টিন ট্রুডো আমার বন্ধু। আজ তাঁর সঙ্গে ফোনে দীর্ঘক্ষণ আলাপ হয়েছে। আমরা যথাসাধ্য চেষ্টা করব কোভিড ভ্যাকসিন পাঠানোর। এছাড়াও আমাদের মধ্যে জলবায়ু সংক্রান্ত এবং অর্থনৈতিক ঘাটতি সম্বন্ধে আলোচনা হয়েছে।

এছাড়া প্রধাণমত্রীর দফতর থেকে জানানো হয়েছে, কানাডার প্রধানমন্ত্রী ভ্যাকসিনের জন্য ভারতের দ্বারস্থ। নরেন্দ্র মোদীজী এই ব্যাপারে আশ্বস্ত করেছেন। অন্যান্য দেশে যেভাবে ভ্যাকসিন পাঠানো হচ্ছে। কানাডাতেও ভ্যাকসিন পাঠানো হবে। কিন্তু কৃষক আন্দোলন নিয়ে কোনও কথা হয়নি তাঁদের। ট্রুডো মোদীকে ধন্যবাদ জানিয়েছেন। ভবিষ্যতে আন্তর্জাতিক ক্ষেত্রে এই দুই রাষ্ট্রনায়ক মিলিত হয়ে বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয়ে আলোচনা করবেন বলে জানা গিয়েছে। ভারত ভ্যাকসিন নিয়ে আরও একধাপ এগিয়ে যাক এমনি শুভেচ্ছা বার্তা দিয়েছেন জাস্টিন।

শেয়ার করতে:

You cannot copy content of this page