বম্বে হাইকোর্টে খারিজ হলো রাজ কুন্দ্রার পিটিশন

তৃতীয়পক্ষ ওয়েব- বম্বে হাইকোর্ট থেক খারিজ করা হল রাজ কুন্দ্রা ও রায়ানের পিটিশন। কিছুদিন আগে পর্ণোগ্রাফি কান্ডে গ্রেফতার হওয়ার পরই  রাজ কুন্দ্রা বম্বে হাইকোর্টে একটি পিটিশন ফাইল করেন যে তার গ্রেফতার অবৈধভাবে করা হয়েছে। এই বিষয় নিয়ে বম্বে হাইকোর্ট দুপক্ষের সওয়াল জবাব শুনেই আজ শনিবার সকালে সেই পিটিশন খারিজ করে দেয়। জেলেই থাকছেন রাজ।

প্রসঙ্গত, পর্নোগ্রাফি ব়্যাকেটের মাস্টারমাইন্ড হওয়ার অভিযোগে গত ১৯শে জুলাই ব্যবসায়ী রাজ কুন্দ্রাকে গ্রেফতার করে মুম্বই ক্রাইম ব্রাঞ্চ। সরকারি আইনজীবী জানান, রাজ একজন ব্রিটিশ নাগরিক এবং প্রভাবশালী ব্যক্তি তাই তিনি প্রভাব খাটিয়ে প্রমাণ নষ্ট করে ফেলতে পারেন। আরো জানান যে, এর আগে রাজ একবার প্রমাণ মুছে ফেলার চেষ্টা করেছেন। পাশাপাশি তিনি কোর্টের কাছে অভিযোগ করেন, রাজ কুন্দ্রা তদন্তে কোনো রকম সাহায্য করছেন না। এমনকি 41(A) নোটিসও গ্রহণ করেননি তিনি।

 

শেয়ার করতে:

You cannot copy content of this page