বাঁকুড়ায় তৃণমূল-বিজেপির সংঘর্ষ

ভোট প্রচার চলাকালীন বিভিন্ন স্থানে অনেক অপ্রীতিকর ঘটনা শোনা গেছে। তারই রেশ এখনো রয়েছে। যদিও, দ্বিতীয় দফার ভোট বাঁকুড়ায় সমাপ্ত হয়েছে। তবে রাজনৈতিক হিংসা এখনও অব্যাহত বাঁকুড়ায়। নির্বাচন-পর্ব মিটে যাওয়ার পর বিজেপি অপপ্রচার চালাচ্ছে তারা এবার সব আসনে জিতেছে বলে। তিনি তৃণমূলের সাথে তাদের বৎসর শুরু হওয়ায় দফায় দফায় সংঘর্ষ বেঁধেছে বাঁকুড়াতে।ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার বড়জোরা ব্লকের তাজপুর গ্রামে।এই সংঘর্ষের ঘটনায় দু’‌পক্ষের বেশ কয়েকজন জখম হয়েছে বলে অভিযোগ উঠেছে।

জানা গিয়েছে,শুক্রবার সন্ধ্যে থেকেই তৃণমূল কংগ্রেস এবং বিজেপি কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয় তাজপুরের ওই এলাকায়। তৃণমূল কর্মীদের অভিযোগ,বচসা চলাকালীন বিজেপি কর্মীরা প্রথমে তাদের ওপর হামলা চালিয়েছিল। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন বিজেপি। বরং তারা বলেছেন,কমপক্ষে শতাধিক তৃণমূল কংগ্রেস কর্মী লাঠি, রড, টাঙ্গি নিয়ে হামলা চালিয়েছিল তাদের ওপর। সংঘর্ষের সময় টাঙ্গীর কোপ লাগা শান্তি বাগদি নামে জখম ওই বিজেপি কর্মীকে বাঁকুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।বিজেপি-তৃণমূলের সংঘর্ষের খবর পেয়ে পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

শেয়ার করতে:

You cannot copy content of this page