বাংলা নিজের মেয়েকেই চায় আবার

নির্বাচন এলেই স্লোগানে স্লোগানে ভরে ওঠে দেওয়াল থেকে শুরু করে রাজনৈতিক নেতাদের আওয়াজ। তাই তৃণমূল থেকে শুরু করে বঙ্গ বিজেপি, সিপিএমও পিছিয়ে নেই এই দৌঁড়ে। এর মধ্যে অনুব্রত মণ্ডলের ‘খেলা হবে’ সুপার হিট হয়ে গেছে বাংলায়। এবার তৃণমূল থেকে যাওয়া শুভেন্দু বেঁধেছেন স্লোগান-‘হরে কৃষ্ণ হরে হরে, বিজেপি ঘরে’। অন্যদিকে রাজীবের মুখে ‘চলো পাল্টাই’। ভরা ভোটের মরশুমে শাসকদলের স্লোগান ছড়াল, ‘বাংলা নিজের মেয়েকেই চায়’। সুর বাঁধল এভাবেই।

এই সভায় উপস্থিত ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সুব্রত বক্সী, তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়, পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়, সাংসদ ডেরেক ও’ব্রায়েন, কাকলি ঘোষদস্তিদার এবং সুখেন্দুশেখর রায়। স্লোগান নিয়ে সুব্রত বক্সী জানালেন, ‘ আমাদের দলীয় কর্মীরা এতদিন গোটা রাজ্য ঘুরে এটুকু বুঝতে পেরেছেন বাংলার ঐতিহ্য, সংস্কৃতি এবং সম্প্রীতি যেভাবে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধরে রেখেছেন, রক্ষা করে চলেছেন সেটা অন্য কেউ করতে পারবে না। আর তাই ‘বাংলা নিজের মেয়েকেই চায়’। এই স্লোগানের মধ্য দিয়ে আমরা বাংলার সমস্ত মানুষের কাছেই পৌঁছে যাব।’

অন্যদিকে অমিত শাহ বলেছেন, ‘‌বাংলায় জন্ম–পড়াশোনা, এরকম ভূমিপুত্রকেই মুখ্যমন্ত্রী করবে বিজেপি।’ এবার কি তবে বিজেপি–র ‘‌বাংলার ভূমিপুত্র’‌–র পাল্টা তৃণমূলের ‘‌বাংলার নিজের মেয়ে’ আনবেন‌?‌ অনেকের মনেই উঠেছে এই প্রশ্ন। পরীক্ষাটা যেন ‘‌‌বাংলার ভূমিপুত্র’‌ বনাম ‘‌বাংলার মেয়ে’‌। সেক্ষেত্রে ফলাফল কী হবে সেটাই এখন দেখার।

শেয়ার করতে:

You cannot copy content of this page