বাংলা রাখল নিজের মেয়েদের উপর আস্থা, তালিকায় ৫০ জন মহিলা
তৃণমূলে প্রার্থী তালিকায় এবার ৩০ জন মহিলার নাম। ভোটের আবহে ‘বাংলা’র মেয়েদের এগিয়ে রাখছে তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখেই স্লোগান ‘বাংলা নিজের মেয়েকে চায়’। তিনি নিজের মুখেই বলেছিলেন ২৯৪টি আসনে তিনিই প্রার্থী। প্রার্থী তালিকা প্রকাশ পেতেই দেখা গেল ৫০ জন মহিলা প্রার্থীর নাম। যার মধ্যে রয়েছে একগুচ্ছ তারকা, চেনা মুখ।
শুক্রবার তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যার মধ্যে ৫০টি আসনেই মহিলা প্রার্থী। এছাড়া তফশিলি জাতির ক্ষেত্রেও দিয়েছেন বাড়তি নজর। বিধানসভায় ৬৮টি আসন সংরক্ষিত হলেও ৭৯ জন প্রার্থী রয়েছেন তফশিলি। যার মধ্যে তফশিলি উপজাতি প্রার্থী রয়েছেন ১৭ জন। ৪২টি আসনে রয়েছে তৃণমূল সংখ্যালঘু প্রার্থী।
২০১১ সালের পর থেকেই প্রত্যেক নির্বাচনে মহিলা প্রার্থী ও মুসলিম প্রার্থীর সংখ্যা বাড়িয়েছে তৃণমূল। সেইসময় ৩১ জন মহিলা প্রার্থী দাঁড়িয়েছিলেন ভোটে। এবার ২০২১ এ ৫০ জন মহিলা প্রার্থী করা হয়েছে।
চেনা মুখের মধ্যে রয়েছেন মানিকচক থেকে সাবিত্রী মিত্র, দমদম উত্তর থেকে চন্দ্রিমা ভট্টাচার্য, শ্যামপুকুর থেকে শশী পাঁজা প্রমুখ। এছাড়া অনেকটা প্রত্যাশিতভাবেই বেহালা-পূর্ব থেকে দাঁড়াচ্ছেন রত্না চট্টোপাধ্যায়। চৌরঙ্গী বিধানসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন নয়না বন্দ্যোপাধ্যায়, মান্ডুয়া থেকে রত্না দে নাগ। এছাড়া রয়েছে তারকা মুখ। রয়েছেন, জুন মালিয়া, সায়নী ঘোষ, কৌশানী মুখোপাধ্যায়, অদিতি মুন্সিদের মতো প্রার্থী।
প্রসঙ্গত বহিরাগত তকমা এবং বিজেপিকে রুখতে শুধুমাত্র বাঙালি সত্ত্বাই নয়, বাংলার মহিলাদেরও সামনে এগিয়ে রাখছে তৃণমূল। মহিলাকেন্দ্রিক একাধিক কর্মসূচি এবং দলে মহিলাদের গুরুত্ব বৃদ্ধির পর একুশের ভোটেও মহিলা প্রার্থীদের উপরই এবার ভরসা রাখল তৃণমূল।