বাড়তে থাকা তাপমাত্রার সঙ্গে লড়ছে পৃথিবী!

তৃতীয়পক্ষ ওয়েব- সামনের বছরগুলো যে পৃথিবী বাসীর কাছে বেশ সংকটময় হতে চলেছে, এরকমটাই দাবী করলেন জলবায়ু পরিবর্তন বিষয়ক জাতিসংঘের বিশেষ প্যানেল আইপিসিসি৷ তাঁদের মতে আগামী ১৫ বছরেই পৃথিবীর তাপমাত্রা বাড়বে ১.৫ ডিগ্রি সেলসিয়াস৷ অথচ এমনটা হওয়ার কথা ছিল এই শতকের শেষে৷

জাতিসংঘের ইন্টারগভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ বা আইপিসিসি সোমবার একটি গবেষণা প্রতিবেদন প্রকাশ করে৷ তাদের গবেষণায় দেখা যায়, এই শতকের শেষ দিকে পৃথিবীর উপরিভাগের তাপমাত্রা ১.৫ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধির যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল, তা আগামী দেড় দশকেই পেরিয়ে যাবে৷

জুরিখভিত্তিক বিজ্ঞানী সোনিয়া জেনেফিরাটনে বলেন, রিপোর্টের ফল দেখে তারা নিশ্চিত  করেছেন যে এরইমধ্যে একটি জলবায়ু সংকটের ভেতর পড়ে গেছে পৃথিবীবাসী৷

উষ্ণতা প্রতি ডিগ্রি অনুসারে তাপমাত্রা বৃদ্ধির কারণে অতিবৃষ্টির হার বাড়ে ৭ ভাগ৷ আর বেড়ে যায় শক্তিশালী সাইক্লোনের হার৷

আবার এসো ফিরে

এই প্রতিবেদনটিতে বলা হয়েছে, পৃথিবীর তাপমাত্রা আর ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়লে প্রতি শতকে দুই থেকে তিনবার ভয়ঙ্কর অতিবৃষ্টির কবলে পড়বে পৃথিবী৷ প্রতি দশকে একবার প্রচণ্ড খরায় অধিকাংশ জমি শুকিয়ে যাবে এবং চারবার উর্বরতা হারাবে৷ হিট ওয়েভ বা তাপপ্রবাহের ঘটনা এরই মধ্যে বেড়ে গেছে ২.৮ গুণ৷ আর এক ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়লে তা ৯.৪ গুণ বাড়বে এবং তাপমাত্রা বাড়বে ৫ ডিগ্রি সেলসিয়াস৷

 

 

শেয়ার করতে:

You cannot copy content of this page