বিজয় হাজারেতে রেকর্ডের বন্যা

পুদুচেরির বিরুদ্ধে বিজয় হাজারে ট্রফির ম্যাচে ব্যাট হাতে ঝড় তোলেন মুম্বইয়ের দুই তারকা পৃথ্বী শ ও সূর্যকুমার যাদব। পৃথ্বী শ’র ডাবল সেঞ্চুরি (১৫২ বলে অপরাজিত ২২৭) ও সূর্যকুমার যাদবের শতরানের (৫৮ বলে ১৩৩) সুবাদে রেকর্ডের বন্যা জয়পুরে।

১. বিজয় হাজারে ট্রফির ইতিহাসে সবথেকে বেশি রানের ব্যক্তিগত ইনিংস খেলেন পৃথ্বী। তিনি ৩১টি চার ও ৫টি ছক্কার সাহায্যে ১৫২ বলে ২২৭ রান করে অপরাজিত থাকেন। পৃথ্বী ভেঙে দেন সঞ্জু স্যামসনের রেকর্ড। এতদিন সঞ্জুর ২১২ রান ছিল টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ ব্যাক্তগত ইনিংস।

২. চতুর্থ ভারতীয় ক্রিকেটার হিসেবে বিজয় হাজারে ট্রফিতে ডাবল সেঞ্চুরি করেন পৃথ্বী। তাঁর আগে এই কৃতিত্ব দেখিয়েছেন স্যামসন (২১২), যশস্বী জসওয়াল (২০৩) ও কৌশল (২০২)। যদিও দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ড রয়েছে সঞ্চুর দখলে। তিনি ১২৫ বলে দ্বিশতরান করেছিলেন। পৃথ্বী দু’শো রানের পৌঁছতে ১৪২ বল খরচ করেন।

৩. ভারতের মাটিতে ঘরোয়া ও আন্তর্জাতিক মিলিয়ে ৫০ ওভারের ক্রিকেটে সর্বোচ্চ দলগত রানের ইনিংস গড়ে মুম্বই। তারা ৫০ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ৪৫৭ রান তোলে। ২০১৫ সালে দক্ষিণ আফ্রিকা ভারতের বিরুদ্ধে ওয়ান ডে ম্যাচে ৪ উইকেটে ৪৩৮ রান তুলেছিল। এতদিন সেটিই ছিল সর্বোচ্চ। ঘরোয়া দল হিসেবে ঝাড়খণ্ডের ৯ উইকেটের বিনিময়ে ৪২২ রান ছিল এতদিন সবার আগে এবং সার্বিক তালিকার দু’নম্বরে। মুম্বই ছাপিয়ে যায় দু’টি নজিরই।

৪. সূর্যকুমার যাদব ৫০ বলে ব্যাক্তগত শতরান পূর্ণ করেন। এটি লিস্ট-এ ক্রিকেটে ভারতীয়দের মধ্যে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরির নজির। ইউসুফ পাঠানের ৪০ বলে সেঞ্চুরিই ভারতীয়দের মধ্যে এখনও পর্যন্ত দ্রুততম।

শেয়ার করতে:

You cannot copy content of this page