বিশ্বের এক অদ্ভুত নদীর দিকে তাকানো যাক আজ!

আপনি কি সুররিয়ালিজম ভালোবাসেন। আর যদি ভালোবেসে থাকেন তাহলে আপনাকে এখানে যেতেই হবে। স্পেন-এর আন্দালুসিয়া রিজিয়নে রিও টিনটো অর্থাৎ (লাল নদী) নামটা এসেছে লালচে জল থেকে। কারণ এই নদীতে প্রচুর পরিমাণে সালফার রয়েছে যা অ্যাসিড উৎপন্ন করে। এই কেমিকেল জল অনেক বছর ধরে চলে আসছে, সেটাও প্রায় ৫০০০ বছর ধরে। এনসিয়েন্ট যুগে রোমানরা কপার, সিলভার, গোল্ডের জন্য নদী খনন করত। কথিত আছে রিও টিনটো নদীটি কিং সলোমনের সময় থেকেই পরিচিত।


এই নদীর অতিরিক্ত অ্যাসিডের কারণেই এর চারপাশ শুধুমাত্র রঙিন নয়, বরং পুরো স্পেনের থেকেই আলাদা হয়ে উঠেছে এই অঞ্চলটি। নদীর তীরবর্তী গাছপালাও জলের সঙ্গে নিজেদের মানিয়ে নিয়েছে। রিও টিনটোর অদ্ভুত রহস্যময় চরিত্র নাসার বিজ্ঞানীদেরও আকর্ষণ করেছে। ঠিক কোন অ্যাসিডের কারণে এই পরিবেশ সৃষ্টি হয়েছে, তা প্রায় অজানা। বিজ্ঞানীদের কাছে এই পরিবেশ কিছুটা মঙ্গলের মতো।
নদীটির এরকম চরিত্রের জন্যে খুব কম প্রাণের দেখা মেলে এখানে।

শেয়ার করতে:

You cannot copy content of this page