বিস্ময় বালক অনুব্রতর কৃতিত্ব

পিনাকী চৌধুরী।। আলিপুরদুয়ারের ষষ্ঠ শ্রেণীর ছাত্র অনুব্রত সরকার এখন খবরের শিরোনামে । মূলত কম্পিউটার প্রোগ্রামিং এবং ওয়েব ডেভেলপমেন্ট এর জন্য যে কোডিং ব্যবহৃত হয়, তাই নিয়েই এগারো বছরের অনুব্রত সরকার আস্ত একটা বই লিখে ফেলে হইচই ফেলে দিয়েছে। কিন্তু কি নাম সেই বইটির ? ‘ কোড ওয়ার্ল্ড ‘ নামক বইটি মার্কিন যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড, অষ্ট্রেলিয়া সহ বিশ্বের কিছু দেশে বিক্রি হয়। তাৎপর্যের বিষয় হল অ্যামাজনেও এই বইটি বিক্রি হচ্ছে।

গত ১০ জুন অ্যামাজন বইটি প্রকাশ করেছে, আর তার ঠিক কয়েক ঘণ্টা পরেই মার্কিন যুক্তরাষ্ট্রে ‘ কোড ওয়ার্ল্ড ‘ এর বিক্রি শুরু হয়। ভারতে এর বাজারদর ₹৬৫০।  ১০৬ পাতার সম্পূর্ণ বইটি ইংরেজি ভাষায় লেখা। যদিও ভারতে এখনও ই বুক হিসাবেই পাওয়া যাচ্ছে বইটি । উক্ত বইতে সাধারণ প্রোগ্রামিং এর পাশাপাশি ফায়ারবেস টুলস এর ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে। পেশায় স্কুল শিক্ষক কৌশিক সরকারের ছেলে অনুব্রতর এই কৃতিত্বে গর্বিত সমগ্র আলিপুরদুয়ারবাসী ।

শেয়ার করতে:

You cannot copy content of this page