বেফাঁস মন্তব্য তৃণমূলের কৌশানি মুখোপাধ্যায়ের

চলতি ভোট যুদ্ধের ছয় দফার মধ্যে তৃতীয় দফার ভোট পর্ব শেষ। তৃতীয় দফার ভোট পর্ব শুরু হবে তিনদিনের মধ্যেই। এহেন পরিস্থিতিতে‌‌ বাংলার রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছে গতকালকের তৃণমূল প্রার্থী কৌশানী মুখার্জি‌ একটি বেঁফাস মন্তব্যে।রাজ্যের বিধানসভা নির্বাচনে কৃষ্ণনগর উত্তর থেকে তৃণমূলের হয়ে ভোটে দাঁড়িয়েছেন অভিনেত্রী কৌশানি মুখোপাধ্যায়। আর কৌশানির প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী হলেন মুকুল রায়। যে ভিডিওটা ভাইরাল হতে সরগরম রাজনৈতিক মহল সেই ভিডিওতে ভোট প্রচারের সময় কৌশানিকে বলতে শোনা গিয়েছে, “ঘরে সবার মা-বোন আছে, ভোটটা ভেবে দিবি”।

ফেসবুক লাইভে এসে ভাইরাল হওয়া এই ভিডিওর বিষয়টি নিয়ে কথা বলেন কৌশানি। তাঁর দাবী, ভিডিওটির অল্প অংশ ছড়িয়ে‌ বিরোধীপক্ষের তরফ থেকে তাঁকে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে।আমি আমার টিমকে বলব, পুরো ভিডিওটি যাতে তারা প্রকাশ করেন। সাধারণ মানুষ যাতে পুরোটা দেখতে পান”।

শেয়ার করতে:

You cannot copy content of this page