ভরদুপুরে চলল গুলি, ব্যারাকপুরে বিজেপি- তৃণমূলের সংঘর্ষ

তৃতীয় পক্ষ ওয়েব ডেস্কঃ  ব্যারাকপুর কমিশনারেটের সামনে ভর দুপুরে চলল গুলি। আজ মনোনয়ন পত্র জমা দেওয়া নিয়ে সংঘর্ষ বাঁধে তৃণমূল, বিজেপি’র। যার ফলে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। পুলিশের সামনেই ঘটনাটি ঘটে ব্যারাকপুর প্রসাশনিক ভবনের সামনে। হাতাহাতি শুরু হয়ে যায় দু’পক্ষের মধ্যে। উত্তেজনা থামাতে র‍্যাফ নামাতে হয় শেষপর্যন্ত। লাঠিচার্জও করে পুলিশ।

ভোটের সময় এভাবে গুলি চালাচালি। এই ঘটনায় প্রশ্ন উঠতে শুরু করেছে সর্বত্রই। ব্যারাকপুরের পুলিশের নাকের ডগায় গুলি চলতে পারে কীভাবে? এমনকি উদ্ধার হয় আগ্নেয়াস্ত্রও। কতটা নিরাপত্তা ব্যবস্থা জোরদার, সে বিষয়ও ভাবাচ্ছে প্রশাসনকে। গুলি চলার সময় এক ব্যক্তি আহতও হয়েছেন। নির্বাচন কমিশন পুরো ব্যাপারটা খতিয়ে দেখার পরামর্শ দিয়েছে।

ব্যারাকপুরের বিজেপি সাংসদ এই প্রসঙ্গে জানান, ‘আইনশৃঙ্খলা বলতে ওখানে কিছু নেই। পুলিশ পুরো ঠুঁটো জগন্নাথ হয়ে রয়েছে। এখনই যদি এরকম হয়, বাকি সময় কি হবে। আধাসেনা ব্যবহার করা হচ্ছে না। কেন্দ্রীয় বাহিনীকে বসিয়ে রাখা হচ্ছে বুথে’।

অন্যদিকে আজ ব্যারাকপুরে তৃণমূল প্রার্থী রাজ চক্রবর্তীর মনোনয়ন পত্র জমা দেওয়ার ছিল। তিনি বলেন, ‘আমরা শান্তিপূর্ণভাবেই মিছিল করে আসছিলাম। কিন্তু প্রসাশনিক ভবনে ঢোকার সময় পুলিশের পক্ষ থেকে লাঠিচার্জ করা শুরু হয়। আমার পায়ে আঘাত লাগে। গোলাগুলির আওয়াজ শুনতে পাই। এর থেকে আর কি খারাপ হতে পারে। বিজেপি বুঝতে পারছে তাদের পায়ের তলা থেকে মাটি সরছে। তাই এইসব কান্ডকারখানা করছে। এটা একেবারেই কাম্য ছিল না। শান্তিপূর্ণ ভাবে ভোট হোক এটাই চাই আমরা’।

 

শেয়ার করতে:

You cannot copy content of this page